আজকাল ওয়েবডেস্ক: নতুন গবেষণায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য—চীনের হারবিন শহরে একটি কুয়োর তলা থেকে উদ্ধার হওয়া রহস্যময় প্রাগৈতিহাসিক খুলি, যাকে ‘ড্রাগন ম্যান’ নামে ডাকা হয়, আসলে মানবজাতির রহস্যময় পূর্বপুরুষ ডেনিসোভানদেরই একটি পূর্ণাঙ্গ নমুনা। ২০১৮ সালে আবিষ্কৃত হলেও এই খুলির বয়স কমপক্ষে ১ লক্ষ ৪৬ হাজার বছর। বহুবার চেষ্টার পর বিজ্ঞানীরা এর দাঁতে জমে থাকা ক্যালকুলাস থেকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ উদ্ধার করেন, যা ডেনিসোভানদের সঙ্গে মিল খুঁজে পায়। পাশাপাশি খুলির প্রোটিন বিশ্লেষণও একই ইঙ্গিত দেয়।

এটি হতে পারে ডেনিসোভানদের প্রথম পূর্ণাঙ্গ মাথার খুলি, যা থেকে ধারণা করা যাচ্ছে, তারা ছিল শক্ত ভ্রু, বড় দাঁত ও আধুনিক মানুষের মতো মস্তিষ্কের অধিকারী। গবেষকরা বলছেন, এই আবিষ্কার মানব বিবর্তনের ইতিহাসে একটি বড় ধাঁধার জট খুলতে সাহায্য করবে। যদিও অনেক বিজ্ঞানী এখনই নিশ্চিত না হয়ে আরও তথ্য অপেক্ষা করছেন, তবুও এই খুলি ডেনিসোভানদের পরিচয়ের এক শক্ত প্রমাণ হয়ে উঠছে। ডেনিসোভান নাকি হোমো লংগি—নাম নিয়ে বিতর্ক থাকলেও, ড্রাগন ম্যান আমাদের সেই হারিয়ে যাওয়া আত্মীয়দের আরও কাছাকাছি নিয়ে এল।