আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের তোড়জোড় শুরু হয়েছে। আর তারই অংশ হিসেবে সভার আয়োজন। সেই সভাতেই বক্তব্য রাখছিলেন কলম্বিয়ার ডানপন্থী দলের সেনেটর, প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগেল উরিবে তুরবায়। শুরুর দিকে সব স্বাভাবিক থাকলেও, মুহূর্তে বদলে যায় পরিস্থিতি।
Urgente ????????
— Luis Aníbal Rincón Arguello. ® ???????? (@Rincon001A)
Aquí está el momento del atentado al Dr Miguel Uribe
Que dolor de Patria
Gobierno miserable !
Imágenes sensibles pic.twitter.com/tA3VWGap5VTweet by @Rincon001A
আচমকা মিগেলকে লক্ষ্য করে গুলি। স্থানীয় সংবাদ সংস্থা অনুযায়ী, শনিবার এই ঘটনা ঘটেছে। ৩৯ বছরের মিগেল বক্তৃতা দেওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। মাথায় গুলি লেগেছে তাঁর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই মুহূর্তের কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
তাতে দেখা গিয়েছে, জনগণের সামনে বক্তব্য রাখছিলেন তিনি। আচমকা মিগেলের বক্তৃতার মাঝেই মুহুর্মুহু গুলি চলে সেখানে। গুলিবিদ্ধ হওয়ার পর, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিগেল। গুরুতর অবস্থায় তৎক্ষণাৎ তাঁকে হাঁসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন তিনি। অ্যাটর্নি জেনারেল লুজ আদ্রিয়ানা ক্যামারগো কারাকল জানিয়েছেন, মিগেলকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে।
ইতিমধ্যে ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে। কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো ঘটনার তীব্র নিন্দা করেছেন বলেও জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম। বর্তমান প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে জানানো হয়েছে, 'এই সহিংসতা কেবল এক ব্যক্তির বিরুদ্ধেই নয়, বরং গণতন্ত্র, চিন্তার স্বাধীনতা এবং কলম্বিয়ার রাজনীতির বিরুদ্ধেও আক্রমণ।'
