আজকাল ওয়েবডেস্ক: দু'দশক ধরে একটানা হাঁচির সমস্যা। প্রায়শই নাক দিয়ে গড়ায় জল। দীর্ঘদিন সমস্যাকে এড়িয়েই গিয়েছিলেন যুবক। কিন্তু গত কয়েকমাসে এই সমস্যায় অতিষ্ঠ হয়ে চিকিৎসকের কাছে যান তিনি। নাকের এন্ডোস্কপি করাতেই ফাঁস হয় আসল কারণ। যুবকের নাক থেকে উদ্ধার করা হয় বড় মাপের লুডোর ছক্কা। যা দেখেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে চীনের জিয়ান প্রদেশে। ২৩ বছরের যুবক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ২০ বছর ধরেই হাঁচির সমস্যায় ভুগতেন তিনি। প্রায়ই নাক দিয়ে জল গড়াত। নাক বন্ধ হয়ে থাকত। নিঃশ্বাস নিতেও কখনও কখনও অসুবিধা হত তাঁর। চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খেতেন। কিন্তু সমস্যার কোনও সমাধান হয়নি। একমাস আগে সমস্যা আরও বেড়ে যায়। এরপরই চিকিৎসকদের পরামর্শ মেনে নাকের এন্ডোস্কপি করান তিনি।
ওয়াং রং নামের এক ডাক্তার জানান, ২৩ বছরের যুবকের নাক থেকে ২ সেন্টিমিটারের লুডোর ছক্কা উদ্ধার করা হয়েছে। লোয়ার নাসাল প্যাসেজে আটকেছিল ছক্কাটি। যার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে নাসাল মিউকোসা। এর জন্যেই দু'দশক এমন উপসর্গ দেখা দিতে তাঁর। এত বছর ছক্কাটি আটকে থাকার ফলে নির্দিষ্ট জায়গার টিস্যু নষ্ট হয়েছে। আর কিছুদিন আটকে থাকলে আরও বড় ক্ষতি হতে পারত। শ্বাস আটকে মৃত্যু পর্যন্ত হতে পারত।
যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে, সম্ভবত ছোটবেলায় খেলাধুলার সময় লুডোর ছক্কা যুবকের নাকে ঢুকে গিয়েছিল। পরবর্তীতে সেটি আর বের হয়নি। ঘটনাটি ঘিরে চীনে ব্যাপক শোরগোল পড়েছে। শিশুদের খেলাধুলার সময় অভিভাবকদের সতর্ক হতেই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
