আজকাল ওয়েবডেস্ক: মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে ফের নতুন তথ্য দিল চিন। তারা এবার সমুদ্রপৃষ্ট থেকে ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় তৈরি করবে এমন একটি ঘন জাল যেখান থেকে সূর্যের আলো সরাসরি তৈরি হবে বিদ্যুৎ শক্তিতে। সৌরশক্তিকে বিদ্যুতে পরিনত করা নতুন কিছু নয়। তবে চিনের এই নতুন তথ্য চমকে দিয়েছে বিশ্বকে।
বরাবরই অচিরাচতির শক্তির দিকে নজর দিয়েছে চিন। যদি তারা এই বিষয়ে সফলতা আনতে পারে তাহলে তাকে অনুসরণ করবে গোটা বিশ্ব। মাটি থেকে ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় যদি একটি সোলার প্ল্যান্ট তৈরি করা যায় তাহলে সেখান থেকে অতি দ্রুত বিদ্যুৎ তৈরি হবে। এই প্যানেলটি হবে ১ কিলোমিটার জুড়ে। ফলে সেখান থেকে সরাসরি বিদ্যুৎ তৈরি হয়ে তা চলে যাবে চিনের বিভিন্ন কেন্দ্রে। সেখান থেকে তারা সেই বিদ্যুতকে ব্যবহার করবে।
চিনের এই গবেষণাটি নাম হয়েছে স্পেস বেসড সোলার পাওয়ার। এতদিন ধরে যে অচিরাচরিত শক্তির দিকে সকলের নজর ছিল তাকে আরও কাজে লাগাতে চাইছে চিন। চিনের বিজ্ঞানীরা মনে করছেন যদি মাটি থেকে এই উচ্চতা থেকে বিদ্যুৎ তৈরি করা যায় তাহলে সেখানে সূর্যের আলো অনেক বেশি হবে। ফলে সেখান থেকে অতি দ্রুত এই কাজটি হবে।
চিন এই কাজকে সফলতা দেওয়ার জন্য একটি বিশেষ রকেট তৈরি করছে। সেটি এই ১৫০ টনের সোলার প্যানেলকে মহাকাশে নিয়ে যাবে। সেখানে এটিকে তারপর প্রতিস্থাপন করা হবে। ১ কিলোমিটার এলাকা জুড়ে থাকবে এই সোলার প্যানেল। এই কাজকে তারা দ্রুত শেষ করতে চাইছে। চিন যদি এই কাজকে দ্রুত শেষ করতে পারে তাহলে এরপর তাদের পরবর্তী টার্গেট হবে মহাকাশে ল্যাবরেটরি তৈরি করা।
এখনও পর্যন্ত কোনও দেশ এই কাজ করে দেখাতে পারে। সেখানে জাপান, আমেরিকাও ফেল করেছে। তাই চিন যদি এই কাজটি করতে পারে তাহলে তারা গোটা বিশ্বের তুলনায় অনেকটাই এগিয়ে যাবে। পৃথিবীর মধ্যের শক্তিকে ব্যবহার করার চেয়ে তারা সূর্যের দিকে নজর রেখেছে।
