আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর সংঘর্ষ শুরু হয়েছিল ভারত ও পাকিস্তানের। সেই সংঘর্ষবিরতিতে একাধিকবার কৃতিত্বের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের পর এবার কৃতিত্বের দাবি করলেন চীনের বিদেশমন্ত্রী। যাঁর দাবি ঘিরে বছর শেষে ফের বিতর্ক তুঙ্গে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই দাবি করেছেন, ভারত-পাকিস্তানের পাশাপাশি বিশ্বের আরও একাধিক দেশের মধ্যে সংঘর্ষে মধ্যস্থতা করেছে চীন। বেজিংয়ের একটি অনুষ্ঠান থেকে চীনের বিদেশমন্ত্রী গতকাল বলেন, 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চলতি বছরে বিশ্বের একাধিক দেশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর আগে এত ঘনঘন সীমান্ত সংঘর্ষ ও স্থানীয় যুদ্ধ দেখা যায়নি। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংঘর্ষবিরতিতে চীনের বড় ভূমিকা রয়েছে। উত্তর মায়ানমার-ইরান, ভারত-পাকিস্তান, ইজরায়েল-প্যালেস্টাইন, থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষে চীন মধ্যস্থতা করেছে।'
সংঘর্ষবিরতিতে চীনের কৃতিত্বের এহেন দাবি ঘিরে ভারতের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। অতীতে একাধিকবার ট্রাম্প মধ্যস্থতার কৃতিত্ব দাবি করেছেন। এরপরই ভারতের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়, ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই।
ভারত শুরু থেকেই জানিয়েছে, পাকিস্তান সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ভারতের ডিজিএমওকে ফোন করে যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করেছিলেন। এরপর দুই দেশের তরফে সংঘর্ষ থামে। ট্রাম্পের দাবি একাধিকবার খারিজ করেছে ভারত। এবার চীনের দাবি ঘিরে নতুন বিতর্ক দানা বাঁধল।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলায় ২৬টি তরতাজা প্রাণ শেষ হয়েছিল। বেছে বেছে গুলি করে হত্যা করা হয়েছিল হিন্দু পুরুষদের। এরপর পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' শুরু করে ভারত। গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছিল ভারত। গোলাবর্ষণে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। পাকিস্তানও পাল্টা হামলা চালায় এবং সেনা সংঘাত তীব্র হয় ক্রমেই। গত ১০ মে ভারত ও পাকিস্তানের তরফে ঘোষণার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে দুই দেশের সংঘর্ষবিরতির কথা ঘোষণা করে দিয়েছিলেন।
যদিও গত জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদেও সাফ জানিয়েছিলেন, 'ভারতের ডিজিএমওকে ফোন করেন পাকিস্তানের ডিজিএমও। তিনি বলে, ব্যস থামাও, অনেক মেরেছো। আর সহ্য করতে পারছি না।' দুই দেশের ডিজিএমও-র মধ্যে কথোপকথনের পরেই সংঘর্ষবিরতি হয়। অন্য কোনও দেশের হস্তক্ষেপে নয়।
