প্রকৃতির রহস্যময় ভাণ্ডার হিমালয়। আর এই দুর্গম পাহাড়েই এমন কিছু ফুল ফোটে, যা সচরাচর চোখে পড়ে না। প্রকৃতির অপূর্ব কিছু সৃষ্টি বলতে গেলে এগুলোর কথাও বলা হয়।
2
7
ব্রহ্মকমল: উত্তরাখণ্ডের এই ফুল দেবতাদের প্রিয় হিসেবে প্রচলিত। এটি কেবল রাতের অন্ধকারেই ফোটে। বছরে একবারই এই ফুলের দেখা মেলে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, ব্রহ্মকমল ফুটতে দেখা পরম সৌভাগ্যের লক্ষণ।
3
7
নীল পোস্ত: হিমালয়ের এই ফুলকে বলা হয় 'পাহাড়ের রানি'। গাঢ় নীল রঙের এমন ফুল পৃথিবীতে খুব কমই আছে। ৩০০০ থেকে ৫০০০ মিটার উচ্চতায় পাথুরে ঢালে এই নীল পোস্তের দেখা মেলে৷
4
7
কোবরা লিলি: নাম শুনেই বোঝা যাচ্ছে এর গড়ন কেমন। ঠিক যেন ফণা তুলে থাকা একটি কেউটে সাপ। পতঙ্গদের বাসা বলা যেতে পারে। দূর থেকে দেখলে যে কেউ চমকে উঠতে পারেন।
5
7
তুষার পদ্ম: বরফের রাজ্যে যেখানে বেঁচে থাকাই একপ্রকার দুষ্কর, সেখানে ফোটে এই পদ্ম। সারা শরীর সাদা পশমের মতো তন্তু দিয়ে ঢাকা থাকে। কার্যত এই পশমই ফুলটিকে হাড়কাঁপানো ঠান্ডা এবং সূর্যের কড়া তেজ থেকে রক্ষা করে।
6
7
রডোডেনড্রন: বসন্ত আসতেই হিমালয়ের পাহাড়জুড়ে লাল রঙের রডোডেনড্রন। শুধু সৌন্দর্যই নয়, এই ফুলের শরবত পাহাড়ে খুব জনপ্রিয়। নেপালে একে জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয়েছে।
7
7
হিমালয়ান সিনকুইফয়েল: মখমলের মতো নরম এই ফুলগুলো পাহাড়ের গায়ে কার্পেটের মতো বিছিয়ে থাকে। লাল রঙের এই ছোট ফুলগুলো মূলত ৪০০০ মিটার উচ্চতার তৃণভূমিতে দেখা যায়।