আজকাল ওয়েবডেস্ক: চ্যাটজিপিটি, সাম্প্রতিক সময়ে জীবন যাত্রার নানা কাজে দিনে দিনে জুড়ে যাচ্ছে এই শব্দবন্ধ, তার ব্যবহার। এখন হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যাচ্ছে চ্যাটজিপিটি। ব্যাকরণ থেকে অঙ্ক, গবেষণা থেকে অন্য যে কোনও বিষয়, প্রশ্ন করলেই উত্তর মিলে অতি সহজেই। মন্ত্রী মনে করছেন, এবার শিশুদের বাড়ির কাজ অর্থাৎ হোমওয়ার্ক সল্ভ করার জন্য চ্যাটজিপিটি ব্যবহারের অনুমতি দেওয়া উচিত।

ব্রিটেনের সায়েন্স এবং টেকনোলজি সেক্রেটারি পিটার কাইলি আন্তর্জাতিক এক সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দেওয়ার সময় এই মন্তব্য করেছেন। যেহেতু ব্রিটেন সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ চলছে জোরকদমে, তাই কাইলিকে ওই সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, শিশুদের পড়াশোনা, হোমওয়ার্কের বিষয়ে কি চ্যাটজিপিটির সাহায্য নেওয়া উচিত? 

উত্তরে কাইলি স্পষ্ট জানান, তিনি অন্তত তেমনটাই মনে করেন। তিনি বলছনে, যদি সঠিক উপায়ে এবং সঠিক তত্বাবধানে ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই উচিত। নিজের বক্তব্যের পক্ষে কাইলি বলেন, ‘কারণ চ্যাটজিপিটি, এআই প্রযুক্তির যে ভাষা ব্যবহার করছে, তা ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে ব্যবহৃত হচ্ছে।‘ 

তিনি আরও বলেন, ‘আমি সেই সময়ের, যখন আমরা এসব বিষয়ে ক্যাল্কুলেটর ব্যবহার করতাম। কিন্তু এখন উন্নত প্রযুক্তির যুগ। নিশ্চিত করতে হবে যাতে শিশু এবং যুবকরা প্রযুক্তি, তার ব্যবহার সঠিকভাবে শিখতে পারে।‘ চ্যাটজিপিটি ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শিখলে শিশুরা আরও অনেক সুযোগ পাবে নিজেদের প্রতিভার বিকাশে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অধীনে ব্রিটিশ সরকার এই সপ্তাহে তার এআই অ্যাকশন প্ল্যান চালু করবে। আবার এখনই শিশুদের চ্যাটজিপিটি ব্যবহার করতে দেওয়া উচিত কি না হোমওয়ার্কে, তা নিয়ে অনেকেই দ্বিমত প্রকাশ করেছেন।