আজকাল ওয়েবডেস্ক: মা মানেই অপত্য স্নেহ। কিন্তু এবার দেখা গেল ঠিক উল্টো চিত্র। অবাধ্য ছেলেকে কড়া হাতে শাসন করতে গাড়ি থেকে সোজা নামিয়ে দিলেন মা। ঘটনাটি চীনের। এই ভিডিও সামনে আসার পরই শুরু হয়েছে জলঘোলা। 

চীনের সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্য হেনান প্রদেশের ঝেংঝুতে। জানা গিয়েছে, ওই মহিলার নাম ঝাং। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যস্ত এক্সপ্রেসওয়ের জরুরি লেনে গাড়ি থামিয়ে দিয়েছেন ওই মহিলা। কারণ হিসেবে জানা গিয়েছে, ছেলে তাঁর সঙ্গে খারাপ আচরণ করছিল। এই নিয়ে বার বার বকা দিচ্ছিলেন এতে ওই আট বছরের ছেলে বেশ বিরক্ত হয়। এমনকি মায়ের ওপরে রাগ দেখিয়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ার হুমকিও দেয়।  ঝাং জানিয়েছেন, তিনি মৌখিকভাবে সতর্ক করে তাঁর ছেলেকে শান্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি। এরপর তাঁকে সোজা গাড়ি থেকে নামিয়ে দেন তিনি। মা এদিন সংবাদমাধ্যমকে এও জানান, ছেলেকে শিক্ষা দেওয়ার জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন । তিনি জানতেন, হাইওয়েতে গাড়ি থামানোর জন্য জরিমানা করা হবে। কিন্তু তিনি ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারছিলেন না। তাই বাধ্য হয়েই এই পন্থা বেছে নেন তিনি। 


চীনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, ডুইইন-এ, এই ঘটনার ভিডিওটি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ঝাং তাঁর ছেলেকে জোর করে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন। এখানেই শেষ নয়। এরপর তিনি তাঁকে গাছের ডাল দিয়ে আঘাত করছেন। শেষপর্যন্ত ভিডিওতে দেখা যায়, এত কিছুর পরেও ছেলে তাঁর কোটটিকে ধরে রেখেছে। 


ভিডিওটি কে রেকর্ড করেছে তা এখনও স্পষ্ট নয়, তবে ঝাং পরে প্রকাশ করেন, তাঁর পরিবারের একটি নির্দিষ্ট নিয়ম আছে যেখানে যখন একজন বাবা-মা কোনও শিশুকে শাসন করেন, তখন অন্য প্রাপ্তবয়স্কদের হস্তক্ষেপ করা উচিত নয়। পরে ঝাং একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাঁর ছেলে নিজের ভুল স্বীকার করেছে।

 

প্রসঙ্গত উল্লেখ্য, চীনের সড়ক নিরাপত্তা নিয়ম অনুযায়ী, কোনও বৈধ কাগজ ছাড়া ফ্রিওয়ের জরুরি লেনে গাড়ি থামানোর ফলে ২০০ ইউয়ান বা প্রায় ২,৪০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।