আজকাল ওয়েবডেস্ক: ১১ বছরের খুদে, অস্ত্র, সঙ্গে রয়েছে হত্যা তালিকা। নিজে থেকেই জানিয়েছিল, ওই অস্ত্র দিয়ে চালাবে ভয়াবহ হত্যালীলা। তালিকায় দুই স্কুলের খুদেরা। ঘটনায় হতবাক সব পক্ষও। ইতিমধ্যে ওই খুদেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। 

 ভলুসিয়া কাউন্টি শেরিফ মাইক সমাজমাধ্যমে জানিয়েছে, কার্লো কিংস্টন ডেরোলি নামের ১১ বছরের এক যুবকের থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার তালিকায় নাকি ছিল দু-দুটি স্কুল। ওই স্কুলের পড়ুয়াদের উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল। যদিও ওই খুদে পরে জানিয়েছে এসব ছিল রসিকতা।

উল্লেখ্য, জর্জিয়ার অ্যাপালাচি হাই স্কুলের ভয়াবহ গুলির ঘটনার রেশ এখনও কাটেনি। এই মাসের শুরুতেই পই স্কুলের চার পড়ুয়াকে হত্যার অভিযোগ উঠেছে ১৪ বছরের এক কিশোরের নামে। এই ঘটনার পর অস্ত্রের উপর নিষেধাজ্ঞা জারি করার বার্তা দিয়েছিলেন বাইডেন।

স্কুলে হামলার পরের দিনি তিনি বলেছিলেন, ‘স্কুলে গুলি চালানোর বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। এক জাতি হিসাবে, আমরা বন্দুক-সহিংসতার হত্যাকাণ্ডকে মেনে নিতে পারি না।‘ সংশোধনীতে বিশ্বাস রাখেন বলেও তিনি উল্লেখ করেছিলেন। তারপরেই প্রকাশ্যে আসে এই খুদের ঘটনা।