আজকাল ওয়েবডেস্ক: সাদা ক্যানভাস। ছিটেফোঁটা রঙের দাগ তাতে নেই। এমনই একটি ছবি উঠল নিলামে। যা বিকোতে পারে কোটি কোটি টাকায়। ছবিটি দেখার জন্য ভিড়ও জমতে পারে। সম্প্রতি এই ছবি ঘিরেই বিশ্বজুড়ে শিল্পমহলে তোলপাড়। 

এক ঝলকে দেখলে মনে হবে, ছবিতে আদতেই কোনও রঙ নেই। কিন্তু ছবিটি আঁকা সাদা রঙে। আমেরিকান চিত্রশিল্পী রবার্ট রাইম্যান ছবিটি এঁকেছিলেন। 'জেনারেল' শিরোনামের ৫২"×৫২" সাইজের ছবিটি ৯ কোটি টাকায় নিলামে উঠবে। যেটি শেষপর্যন্ত বিকোতে পারে ১৩ কোটি টাকায়। 

জার্মানিতে এই ছবি ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়েছে। জানা গিয়েছে, সাদা রঙের ছবিটির পরতে রয়েছে কাঁচের ছোট ছোট কুচি ও তেলের মিশ্রণ। ১৯৭১ সালে প্রথমবার এই ছবি প্রদর্শিত হয়েছিল। ২০১৯ সালে প্রয়াত হন রাইম্যান। তিনি বলেছিলেন, 'আমি একজন শিল্পী। সাদা রঙের ছবি আঁকতে আমি ভালবাসি। সব রং মিশে থাকে সাদা রঙে।' ছবিটি দেখতে ভিড় জমতে পারে বলেও আশঙ্কা অনেকের। 

সম্প্রতি ক্যানভাসে ডাক্টটেপ দিয়ে আটকানো পাকা একটি কল নিলামে ওঠে। যা ১২ কোটি টাকায় বিকোতে পারে বলে অনুমান করা হয়েছিল। পাঁচ বছর আগে আশ্চর্য শিল্পকর্মটি তৈরি করেছিলেন শিল্পী মাউরিজিও ক্যাটেলান। নাম দেন ‘কমেডিয়ান’। এরপরই রাইম্যানের ছবি ঘিরে উন্মাদনা ক্রেতাদের মধ্যে।