আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একজন ব্যক্তি বার্ড ফ্লু ভাইরাসের এমন একটি স্ট্রেনে আক্রান্ত হয়েছেন যা আগে কখনও মানুষের মধ্যে শনাক্ত করা যায়নি। ওয়াশিংটনের ওই বাসিন্দার দেহে ডাক্তাররা বার্ড ফ্লু-র এই স্ট্রেন দেখে অবাক হয়েছিলেন। কারণ, এটি এখনও পর্যন্ত শুধুমাত্র পাখিদের শরীরেই পাওয়া গিয়েছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ‘গুরুতর অসুস্থ’ ওই ব্যক্তিকে নভেম্বরের গোড়ার দিকে প্রচণ্ড জ্বর, বিভ্রান্তি এবং তীব্র শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছে, আক্রান্ত রোগী বয়স্ক এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যা ছিল। যদিও রোগীর বয়স কত এবং লিঙ্গই বা কী তার কোনও বিবরণ দেওয়া হয়নি। দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, রোগীকে প্রথমে সিয়াটল থেকে প্রায় ১০০ মাইল দূরে গ্রেস হারবার কাউন্টিতে ডাক্তাররা চিকিৎসা করছিলেন। তাঁরা ওই রোগীর আরও উন্নত চিকিৎসার কথা জানানোর পর তাঁকে কিং কাউন্টির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ডাক্তাররা স্বাস্থ্য পরীক্ষা করে দেখেছেন যে এই ব্যক্তি এইচ৫এন৫ ভাইরাসে আক্রান্ত, যা শুধুমাত্র প্রাণীদের মধ্যে দেখা যায়। এখন পর্যন্ত মানুষের শরীরে বার্ড ফ্লুর এইচ৫এন১ প্রজাতির স্ট্রেন দেখা গিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন যে এই ঘটনাটি ভাইরাসের ‘অপ্রত্যাশিত’ বিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 

স্বাস্থ্য সংস্থাটি উল্লেখ করেছে যে ওই ব্যক্তির বাড়ির পিছনের উঠোনে মিশ্র পোল্ট্রির ঝাঁক রয়েছে এবং বন্য পাখিরাও এটিতে প্রবেশ করতে পারে। স্বাস্থ্য আধিকারিকদের বিশ্বাস, এই দু’টির যে কোনও একটি ভাইরাসের ‘সম্ভাব্য’ উৎস। উল্লেখযোগ্যভাবে, হাঁস এবং রাজহাঁসের মতো বন্য পাখিরা বার্ড ফ্লুর এই প্রজাতি বহন করে বলে জানা যায়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখনও সন্দেহ করার কোনও কারণ নেই যে নতুন স্ট্রেনটি ভাইরাসের অন্যান্য স্ট্রেনের তুলনায় মানুষের মধ্যে বেশি সংক্রামক বা গুরুতর। ওয়াশিংটনের স্বাস্থ্য কর্তারা এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলি জানিয়েছে যে, জনসাধারণের জন্য ঝুঁকি কম রয়েছে এবং ব্যক্তি-থেকে-ব্যক্তির সংস্পর্শে রোগ ছড়ানোর কোনও প্রমাণ নেই।

আধিকারিকরা আরও জানিয়েছেন, এটি বার্ড ফ্লুর সম্পূর্ণ নতুন বা অজানা প্রজাতি নয়। একমাত্র বিষয়, এটি প্রথমবারের মতো কোনও মানুষের মধ্যে পাওয়া গিয়েছে। রোগীর সংস্পর্শে আসা এবং লক্ষণ-সহ অন্যদেরও পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত বার্ড ফ্লুর অন্য কোনও ঘটনা শনাক্ত করা হয়নি।

গত প্রায় আট মাসের মধ্যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা। ২০২২ সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শুরু হয়েছিল। তখন থেকে এখন পর্যন্ত মোট ৭১ জন আক্রান্ত হয়েছেন। লুইসিয়ানায় একজন ব্যক্তি এই সংক্রমণে মারা গিয়েছেন। এই বছর এখন পর্যন্ত মাত্র চারটি বার্ড ফ্লু সংক্রমিত রোগীকে শনাক্ত করা সম্ভব হয়েছে।