আজকাল ওয়েবডেস্ক: সংবাদ শিরোনামে ফের উঠে এল ইলন মাস্কের স্পেস এক্স। সেখানে ভয়াবহ একটি বিস্ফোরণের ঘটনা সকলকে ফের একবার আতঙ্কিত করে দিয়েছে। পরবর্তী স্টারশিপ শুরুর আগে এই বিস্ফোরণ মাস্কের স্বপ্নকে যে অনেকটা পিছনে ফেলে দিলে সেকথা বলাই যায়।
আমেরিকার টেক্সাসে অবস্থিত স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ। এর জেরে স্টারশিপের আগামী সব মিশন আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে বলে খবর। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহাতের খবর মেলেনি।
বৃহস্পতিবার এলন মাস্কের স্টারশিপ ৩৬-এর একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক ফায়ার পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্র। ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে সংস্থাটির তরফে। এই বিস্ফোরণের জেরে স্টারশিপের প্রোটোটাইপে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে স্টারশিপের আগামী সব মিশন আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে বলে খবর। আগামী ২৯ জুন সংস্থাটি তাদের পরবর্তী স্পেস স্টারশিপ উৎক্ষেপণের কথা ভাবছিল। কিন্তু তার মাঝেই ঘটে গেল অঘটন।
Fire department inbound. pic.twitter.com/09l8nJPmsh
— NSF - NASASpaceflight.com (@NASASpaceflight)Tweet by @NASASpaceflight
স্পেস এক্সের পক্ষ থেকে বলা হয়েছে নিরাপত্তার জন্য তারা আপাতত স্টারশিপের সমস্ত কাজ বন্ধ করে দিলেন। গোটা বিষয়টি যতদিন না পর্যন্ত তাদের কাছে পরিষ্কার হবে ততদিন পর্যন্ত তারা নিজেদের পরীক্ষা বন্ধ করে রাখবেন। এই কাজে প্রশাসনের সাহায্য নেওয়া হয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা না হওয়ার ফলে তারা খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন।
এবছর শুরুতেই ব্যর্থ হয় মাস্কের স্টারশিপ। উৎক্ষেপণের পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে ধ্বংস হয়ে যায় স্পেস স্টারশিপটি। লাইভ স্ট্রিমিং চলাকালীন দেখা যায় উৎক্ষেপণ হতে না হতেই ইঞ্জিন বন্ধ হয়ে যায় মহাকাশযানের। ওই অবস্থায় বাহামাসের উপর বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায় মহাকাশযানটি।
