আজকাল ওয়েবডেস্ক: মানুষ যা ৭ বছরে তৈরি করতে পারল না সেটি করে দেখাল বীবররা। চেক প্রজাতন্ত্রে এদেরকে নিয়ে তাই এখন শোরগোল পড়ে গিয়েছে। বীবররা সর্বদা ফসলের ক্ষতি করে থাকে। সাধারণ মানুষের বাড়িতে রাখা কাঠ নষ্ট করে দেয়। তবে এবার তাদেরকে দিয়েই হয়ে গেল অসাধ্য সাধন।


চেক প্রজাতন্ত্রে একটি নেচার পার্কে বাঁধ তৈরি করতে বহুদিন ধরেই চেষ্টা করছিল সেখানকার সেনা। ২০১৮ সাল থেকে তারা এই চেষ্টা করছিল। তবে এতদিন পরেও তারা নিজের জায়গায় অনড় হয়ে ছিল। এই কাজে ১ কোটি টাকা বরাদ্দ করা হলেও কিছুতেই তারা এই বাঁধ তৈরি করতে পারছিল না। 


তবে এরপরই চমক দিল বীবররা। স্থানীয় এক বাসিন্দা সকলকে এই বুদ্ধি দিলেন। তাদেরকে কাজে লাগিয়ে মাত্র ২ দিনের মধ্যে তৈরি হল বাঁধ। অবাক হয়ে দেখল সকলে। যেখানে এই বাঁধ তারা তৈরি করেছে সেখানে জলের স্রোত এতটাই বেশি ছিল যে সেখান থেকে কিছুতেই বাঁধ তৈরি করা যাচ্ছিল না। তবে সঠিক বুদ্ধি কাজে লাগিয়ে সেই বাঁধ তৈরি করে দিল বীবররা।

 


বীবর হল এক ধরণের লোমশ জন্তু। এরা জলে ও স্থলে বসবাস করতে পারে। এদের প্রধান বাসস্থান হল উত্তর আমেরিকা। এদেশ পশম দিয়ে টুপি, দস্তানা তৈরি করা যায়। সৈন্যদের টুপি, দস্তানা ব্যবহার করা হত। এদের পশম খুব ভারী পোশাক তৈরিতে ব্যবহার করা যায়। এদের পিছনের পা জলে ডুবে থাকে। লেজ থাকে সোজা। জটিল বাঁধ এবং জলের নিচে কাঠ দিয়ে এরা সকলেই নিজেদের ঘর তৈরি করতে পারে। 


আসলে পশুদের মধ্যে এমন বুদ্ধি থাকে যেখান থেকে তারা মানুষের উপকারে আসতে পারে। তাই তাদেরকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সেখান থেকে উপকারে আসতে পারে এরা সকলেই। তবে দরকার সঠিকভাবে এদেরকে ব্যবহার করা। তাহলেই এরা সমস্ত বাধাকে উপেক্ষা করে মানুষের হয়ে কাজ করতে পারে।