আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ভুল ধারণা থেকে বাংলাদেশের রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কেএফসি, ডোমিনোজ, পুমা, বাটা ও পিৎজা হাটের শোরুমে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। পুলিশের অভিযানে এখন পর্যন্ত ৭০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাটার একটি শোরুমে ইট ছুঁড়ে দরজা ভাঙা হচ্ছে এবং ডজন ডজন জুতো লুটে নেওয়া হচ্ছে। কিছু জুতো পরে ফেসবুক মার্কেটপ্লেসেও পাওয়া গেছে বলে জানিয়েছে টিবিএস নিউজ।

বাটা এক বিবৃতিতে জানায়, “আমাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। আমরা একটি পারিবারিক মালিকানাধীন চেক কোম্পানি।” পুমাও জানিয়েছে, তাদের ইজরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি ২০২৪ সালে শেষ হয়ে গেছে।

ডোমিনোজ, কেএফসি ও পিৎজা হাট মূলত আমেরিকান কোম্পানি হলেও বাংলাদেশে এসব ব্র্যান্ড পরিচালনা করছে স্থানীয় বা ভারতীয় ফ্র্যাঞ্চাইজি।

এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের কঠোর অবস্থান দেখা গেছে, বিশেষ করে আসন্ন আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রাক্কালে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের ভুল তথ্যের কারণে শুধু দেশীয় ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে।