আজকাল ওয়েবডেস্ক: শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে বর্তমানে সেনাশাসন চলছে। নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ঠিক এক মাস আগেই সেনাপ্রধানের পদে যোগ দিয়েছেন তিনি। আর এক মাসের মাথাতেই দেশভার তুলে নিয়েছেন কাঁধে। তিন বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। ১৯৬৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন জামান। তিনি বড় হয়েছেন সেনা বাড়িতেই। বাংলাদেশী সশস্ত্র বাহিনীতে তাঁর পারিবারিক উত্তরাধিকার রয়েছে। জেনারেল মহম্মদ মুস্তাফিজুর রহমানের কন্যা সারাহন কামালিকা জামানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।






মহম্মদ মুস্তাফিজুর 1997 থেকে 2000 সাল পর্যন্ত সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের কিংস কলেজ থেকে প্রতিরক্ষা অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে জামানের। এবং প্রতিরক্ষা অধ্যয়নে স্নাতকোত্তর। এর আগে জামান জেনারেল স্টাফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ছ’মাস। সেখানে তিনি সামরিক অভিযান, গোয়েন্দা তথ্য, জাতিসংঘ শান্তিরক্ষার ভূমিকা এবং বাজেট ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। সেই সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান স্টাফ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। দেশজুড়ে বিক্ষোভ চলাকালীন তিনি বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাঁর তত্ত্বাবধানেই সেনা নামে দেশজুড়ে। এখন বাংলাদেশে প্রধানমন্ত্রীর অবর্তমানে সেনাশাসন চলছে। জামান জানিয়েছেন, সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।