আজকাল ওয়েবডেস্ক: আবারও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী প্রকাশ্যে। আগামী ১০০ বছরে পৃথিবীর যে আমূল পরিবর্তন হতে চলেছে, তা নিয়ে এবার সতর্কতা বাবা ভাঙ্গার মুখে। আর কয়েক বছরের মধ্যে পৃথিবীতে শুধুমাত্র মানুষ, পশুপাখির রাজত্ব থাকবে না। এই পৃথিবীতেই স্বাধীনভাবে ঘুরে বেড়াবে এলিয়েনরা! আর কী বলছেন বাবা ভাঙ্গা?
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২১২৫ সালে পৃথিবীর মাটিতে প্রথমবার পা রাখবে এলিয়েনরা। পৃথিবীতে আসার আগে সিগন্যাল পাঠাবে তারা। কোন দেশে প্রথমবার পা রাখবে ভিনগ্রহীরা? বাবা ভাঙ্গা জানিয়েছেন, ঠিক ১০০ বছর পর প্রথমে হাঙ্গেরিতে আসবে এলিয়েনরা। ভিন গ্রহ থেকে হাঙ্গেরিতেই প্রথমে সিগন্যাল পাঠাবে। তারপর ধীরে ধীরে পৃথিবীর মাটিতে নামবে। গোটা পৃথিবীর মধ্যে হাঙ্গেরিকেই বসবাসের জন্য বেছে নেবে তারা।
আচমকা এলিয়েনদের পৃথিবীতে অবতরণ নিয়ে এত বড় সতর্কতা কেন জারি করলেন বাবা ভাঙ্গা? আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি ১৬০০ আলোকবর্ষ দূরের এক নক্ষত্রপুঞ্জ থেকে অদ্ভুত ধরনের রেডিও সিগন্যাল চিহ্নিত করা হয়েছে। সিগন্যালটি চিহ্নিত করেছেন ড. আইরিস ডি রুইটার। সিগন্যালের পরীক্ষা-নিরীক্ষা চলাকালীন বাবা ভাঙ্গা এমন ভবিষ্যদ্বাণী করলেন। যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছে। যদিও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীকে কোনও গুরুত্ব দিচ্ছেন না বিজ্ঞানীরা।
