আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় বিজেপির ‘ওভারসিজ ফ্রেন্ডস’ সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা বালেশ ধনকরকে পাঁচজন কোরিয়ান মহিলাকে ধর্ষণের অভিযোগে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর অপরাধগুলোকে বিচারক "পরিকল্পিত, কৌশলগত এবং অত্যন্ত জানওয়ার সুলভ" বলে উল্লেখ করেছেন।

ধনকরকে ১৩টি ধর্ষণের অভিযোগ, ৬টি বিষপ্রয়োগের মাধ্যমে ধর্ষণের চেষ্টা, ১৭টি গোপনে অন্তরঙ্গ ভিডিও রেকর্ড এবং ৩টি অশ্লীল আক্রমণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে এসব অপরাধ সংঘটিত হয়। ২০২৩ সালের এপ্রিলে, সিডনির একটি জুরি ধনকরকে সকল ৩৯টি অভিযোগে দোষী সাব্যস্ত করে।

প্রতিবেদন অনুযায়ী, ধনকর সিডনির হিল্টন হোটেলের বারে ভুয়ো কোরিয়ান-টু-ইংলিশ অনুবাদের কাজের বিজ্ঞাপনের মাধ্যমে মহিলাদের সঙ্গে দেখা করতেন। পরে, তাঁদেরকে মাদক খাইয়ে ধর্ষণ করে সেই হোটেলেই অপরাধ সংঘটিত করতেন এবং তাঁর বাড়িতে এই ঘটনার ভিডিও রেকর্ড করতেন। তদন্তকারীরা তাঁর অ্যাপার্টমেন্ট থেকে প্রচুর ভিডিও রেকর্ডিং-এর প্রমাণ পেয়েছেন।

ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক মাইকেল কিং বলেছেন, নিউ সাউথ ওয়েলস-এ এমন মাত্রার অপরাধের কোনো নজির খুঁজে পাওয়া যায়নি। বিচারক বলেন, ধনকরের আচরণ ছিল "পূর্বপরিকল্পিত, কৌশলগত এবং অত্যন্ত জানওয়ার সুলভ", যা প্রতিটি ভুক্তভোগীর প্রতি সম্পূর্ণ অবজ্ঞা এবং নৃশংসতা প্রকাশ করে।

তিনি আরও বলেন, "এটি ছিল পাঁচজন তরুণ এবং দুর্বল মহিলার বিরুদ্ধে পরিকল্পিত জানওয়ার সুলভ আচরণের একটি ধারাবাহিকতা।"
বালেশ ধনকরের জঘন্য অপরাধের শাস্তিস্বরূপ প্রায় ৪০ বছর জেল হবে বলে জানা গেছে।