আজকাল ওয়েবডেস্ক: নয়াদিল্লির কড়া আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে ৮,৫০০ কোটি (৮০০ মিলিয়ন মার্কিন ডলার) আর্থিক সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)। এই ঘটনাকে কূটনৈতিকভাবে ভারতের জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
প্যাকেজটির মধ্যে রয়েছে একটি ৩,২০০ কোটি টাকার নীতিনির্ভর ঋণ এবং ৫,৩০০ কোটির প্রোগ্রাম-ভিত্তিক গ্যারান্টি, যার লক্ষ্য পাকিস্তানের সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করা।
এডিবি-র সদর দপ্তর ম্যানিলায় এবং এটি পরিচালিত হয় জাপানের মাসাতসুগু আসাকাওয়ার নেতৃত্বে। ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া সহ ৪৯টি এশিয়া-প্যাসিফিক দেশের পাশাপাশি ২০টি ইউরোপ ও উত্তর আমেরিকার দেশ এর সদস্য।
২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর কাছে অভিযোগ জানিয়ে এই সহায়তা বন্ধের আহ্বান জানায়। ভারতের অভিযোগ, এই অর্থ সামরিক খাতে ব্যবহৃত হতে পারে।
ভারত আরও দাবি করে, কর-জিডিপি অনুপাত ২০১৮ সালের ১৩% থেকে ২০২৩ সালে ৯.২%-এ নেমে যাওয়া, বারবার কাঠামোগত সংস্কারে ব্যর্থতা এবং সেনাবাহিনীর অর্থনীতিতে হস্তক্ষেপ এই সহায়তার যথার্থতা নিয়ে প্রশ্ন তোলে।
এই ঘটনার এক মাস আগেই পাকিস্তান আইএমএফ-এর কাছ থেকে আরও ১ বিলিয়নের আর্থিক সহায়তা পেয়েছে, তাতেও আপত্তি জানিয়েছিল ভারত।
