আজকাল ওয়েবডেস্ক: নিজের পোষা জলহস্তীর আক্রমণে প্রাণ হারালেন ৪০ বছরের এক সেনা আধিকারিক মারিয়াস এলস। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে। জানা গিয়েছে, হাম্পফ্রি নামের ওই জলহস্তীকে ছোটবেলা থেকেই নিজের সন্তানস্নেহে লালন-পালন করতেন তিনি। অথচ তাঁর সেই পোষ্যই তাঁকে জলে ডুবিয়ে মেরে ফেলে। জানা গিয়েছে, ঘটনার দিন পোষ্য হাম্পফ্রির সঙ্গে নদীর ধারে ছিলেন মারিয়াস। হঠাৎই জলহস্তীটি হিংস্র হয়ে ওঠে এবং তাঁকে আক্রমণ করে। মারাত্মক কামড়ে রক্তাক্ত করে নদীতে ডুবিয়ে দেয়।
পরে এলসের দেহ উদ্ধার করা হয়। তখনও তাঁর দেহে ছিল একাধিক কামড়ের চিহ্ন। তবে সঠিকভাবে এখনও নিশ্চিত করা যায়নি কতক্ষণ জলে ডুবে ছিলেন ওই ব্যক্তি। জানা যায়, হাম্পফ্রিকে ছোট অবস্থাতেই বন্যা পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন মারিয়াস। নিজের খামারে রেখে বিশেষ প্রশিক্ষণ দিয়ে বড় করছিলেন তাঁকে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এলস জলহস্তীর পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই এই সম্পর্ক নিয়ে বিস্ময় প্রকাশ করলেও অনেকেই এলসকে সতর্ক করছিলেন, জলহস্তী কখনও পুরোপুরি পোষ মানে না।
তবে হাম্পফ্রির আক্রমণের ঘটনা এই প্রথম নয়। এর আগে এক শিশু ও তার ঠাকুরদা নৌকায় যাওয়ার সময় হাম্পফ্রির ধাওয়া খেয়ে গাছে উঠে পড়েছিলেন। পরে এলস আপেল দেখিয়ে হাম্পফ্রিকে সরিয়ে তাঁদের উদ্ধার করেন। এছাড়াও, এলসের পার্টনারদের কয়েকটি বাছুরকেও মেরে ফেলেছিল হাম্পফ্রি, জানা গিয়েছে এমনটাও। এলসের স্ত্রী লুইস আগে থেকেই জলহস্তীর আচরণে আতঙ্কিত ছিলেন। তাঁর আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। এলসের প্রাণ কেড়ে নেয় তাঁরই বিশ্বাসভাজন পোষ্য। ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ। এলসের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
