আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপবিন্যাস হয়েছে শুক্রবার রাতে। সেই অনুষ্ঠানে কিনা উঠে এল ভারত–পাক যুদ্ধের কথা! আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার দাবি করলেন ভারত–পাক যুদ্ধ তিনিই থামিয়েছেন।
আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে বসেছিল বিশ্বকাপ ফুটবলের গ্রপবিন্যাসের আসর। সেখানে প্রথমে মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া হয় ফিফা শান্তি পুরস্কার। একটি ভিডিওয় দেখানো হয় কীভাবে বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি সামলেছেন ট্রাম্প। সেই ভিডিওয় ট্রাম্পের সঙ্গে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার দাবি করেছেন তিনি সারা বিশ্বে মোট আটটি যুদ্ধ থামিয়েছেন। এর মধ্যে রয়েছে ভারত–পাকিস্তান যুদ্ধও। ফিফার অনুষ্ঠানেও ট্রাম্প বলেন, ‘সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছি আমরা। কঙ্গোয় এক কোটি মানুষ মারা গিয়েছিলেন। পরিস্থিতি যেদিকে এগোচ্ছিল তাতে আরও এক কোটি মানুষ মারা যেতেন। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও আমরা ওই দুই দেশের যুদ্ধ শুরু হওয়ার আগেই তা থামিয়ে দিয়েছি।’
অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব যখন অস্থির, সেই সময় যাঁরা ঐক্যবদ্ধ করেছেন, তাঁদের সম্মান জানানো দরকার। এর মধ্যে রয়েছেন ট্রাম্প।’ ফিফার ভাষায়, শান্তির জন্য ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়ার জন্যই এবার শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দেন ফিফা সভাপতি। ট্রাম্পকে যে শংসাপত্র তুলে দেওয়া হয়, তা পড়ে শোনান তিনি। সেখানে বলা হয়, বিশ্বের ফুটবলপ্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দিনকয়েক আগেই ওভাল অফিসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তারপরেই ফিফার তরফে শান্তি পুরস্কার তুলে দেওয়া হল ট্রাম্পের হাতে।
