আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ান নারীদের সৌন্দর্য নিয়ে বিশ্বজুড়ে বহু আলোচনা হয়। তাদের পরিষ্কার ত্বক, গোলাপি ঠোঁট, লালচে গাল ও দীপ্তিময় অবয়ব দেখে অনেকেই অবাক হন। এই প্রাকৃতিক সৌন্দর্যের রহস্য আসলে লুকিয়ে আছে তাদের সচেতন রূপচর্চার অভ্যাসে। শীতপ্রধান রাশিয়ার শুষ্ক আবহাওয়ায় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে তারা ব্যবহার করেন ডিমের কুসুম, যা ত্বককে নরম ও পুষ্ট রাখে। শসার রস ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, বলিরেখা কমায় ও চোখের নিচের ফোলাভাব হ্রাস করে।

ঠোঁটের প্রাকৃতিক গোলাপি রঙ ধরে রাখতে তারা ব্যবহার করেন রাস্পবেরির রস, সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে। এতে ঠোঁট পায় পুষ্টি, কমে যায় কালচে দাগ। গালে লালচে আভা আনতে বিটরুটের রস ব্যবহার করেন, যা ত্বকে রক্তসঞ্চালন বাড়ায় এবং ব্রণ, দাগ ও ক্লান্ত ভাব দূর করে। ত্বক এক্সফোলিয়েট করতে তারা অলিভ অয়েল ও লবণ মিশিয়ে তৈরি করেন প্রাকৃতিক স্ক্রাব, যা ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে করে আরও মসৃণ ও উজ্জ্বল।

এছাড়াও রাশিয়ান নারীরা প্রচুর পানি পান করেন, স্বাস্থ্যকর খাবার খান এবং ঘুম ও পরিচ্ছন্নতার বিষয়ে বেশ যত্নশীল। প্রাকৃতিক উপাদানে নিয়মিত এই যত্নই তাদের ত্বক ও ঠোঁটে এনে দেয় চিরসবুজ গোলাপি আভা।