আজকাল ওয়েবডেস্ক: আমেরিকাতে এখন ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ফের জেগে উঠেছে আলাস্কার মাউন্ট স্পুর আগ্নেয়গিরি। চলতি সপ্তাহ থেকেই এখান থেকে ছাই বের হওয়া শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি কাছের সমস্ত এলাকাতে শুরু হয়েছে ভূমিকম্প।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু যুগ ধরে এই আগ্নেয়গিরি ঘুমিয়ে ছিল। তবে এবার ফের তার ঘুম ভেঙেছে। এবার আগামীদিনে সে কতটা ক্ষতি করতে পারে তার কোনও হিসেব করা যাচ্ছে না। 


১১ হাজার ফুট উঁচু এই আগ্নেয়গিরি থেকে ধীরে ধীরে ছাই ওড়া শুরু হয়ে গিয়েছে। এর পরবর্তী কাজ হিসেবে এখানে শুরু হবে আগুনের খেলা। এর কাছের এলাকাগুলিতে ধীরে ধীরে ভূমিকম্প শুরু হয়েছে। ফলে সেটাও বাড়তি একটি মাথাব্যথার কারণ।


স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই ধরণের ঘটনা তারা আগেও দেখেছেন। ফলে এটা তাদের কাছে নতুন কিছু নয়। এবার নিজের ঘর ছেড়ে তারা অন্যত্র যাওয়ার কাজ শুরু করেছেন।


ইতিমধ্যেই এর ছাই মাটি থেকে প্রায় ৫০ হাজার ফুট উচ্চাতায় চলে গিয়েছে। এই অবস্থা কিছুদিন চলতে থাকবে। তারপর সেখান থেকে লাভা বের হয়ে আসা শুরু করে। তখন সেটি কোনদিকে মোড় নেয় সেটা এখনই বলা যাচ্ছে না।


ছাইয়ের পরিমান প্রতিদিন বাড়ছে। ফলে এখানকার বাতাসে কর্বন ডাই অক্সাইডের পরিমানও বাড়ছে। এখানকার বাসিন্দারা অক্সিজেনের অভাব বোধ করছেন। এর আগেও ২০০৪ এবং ২০০৬ সালে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেবারে তেমন কোনও বড় বিপদ সামনে আসেনি।


উত্তর আমেরিকার বিভিন্ন প্রধান শহরে ইতিমধ্যে জারি করা হয়েছে লাল সতর্কতা। যদি এই হারে ছাই উড়তে থাকে তাহলে আগামীদিনে পরকুপাইন সহ পাশের সমস্ত শহর থেকে মানুষদের সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। মহাকাশ থেকে দেখা গিয়েছে ছাইয়ের পরিমান প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। ফলে সেখান থেকে বাড়তি সতর্ক রয়েছে প্রশাসন।