আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীতে বহু প্রাণী রয়েছে যারা অনেক সময় হারিয়ে যায়। তবে ফের আবার তারা ফিরে আসে। সেই ছবি ফের একবার সামনে চলে এল।
ক্যালিফোর্নিয়া পার্কের গভীরে একটি লুকিয়ে থাকা ক্যামেরা ছিল। সেটি দিয়ে সেখানকার প্রাণীদের গতিবিধি দেখা যেত। তবে এবার সেখানে ধরা পড়ে গেল বিরল এক প্রাণীর দৃশ্য। এই প্রাণীটি ১০ বছর আগে এই বন থেকে হারিয়ে গিয়েছিল। তবে ফের কীভাবে এই প্রাণীর দেখা মিলল তা নিয়ে আবাক হল সকলেই।
ক্যামেরায় ধরা পড়ে গেল একটি বিরল প্রজাতির কালো ভালুক। তবে এখানেই শেষ নয়, সেই ভালুকের সঙ্গে দেখা গেল তার শাবকছানাকেও। আর এখানেই বেজায় আনন্দ পেয়েছেন বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। তারা মনে করছেন নিজের শাবকের সঙ্গে এই বিরল কালো ভালুক রয়েছে মানে হল এরা আরও অনেক সংখ্যায় রয়েছে যারা এই জঙ্গলের বিভিন্ন স্থানে রয়েছে।
ক্যামেরার ছবি বিশ্লেষণ করে দেখা গিয়েছে সেই ভালুকটি একটি মা এবং তার সঙ্গে রয়েছে তার এক বছরের শাবক। দুজনে মিলে দিব্যি সেখানে ঘুরছে। এই ছবিটি সকল বন্যপ্রাণী বিভাগের কর্মীরা আনন্দের সঙ্গে শেয়ার করছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরণের কালো ভালুকের দল বিগত ১০ বছর আগে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল। তারা এই জঙ্গল থেকেই বিলুপ্ত হয়েছিল। তবে ফের একবার তাদের দেখা মেলা একটি বিরাট খুশির খবর।
এই ধরণের কালো ভালুকগুলি শান্ত স্বভাবের হলেও হঠাৎ করে আক্রমণ করা হলে এগুলি যথেষ্ট আগ্রাসী হয়ে ওঠে। ফলে সেদিক থেকে দেখতে হলে এই জঙ্গলের মধ্যে যে ফের এদের অবাধ বিচরণ ঘটছে তার এটাই প্রধান প্রমাণ। যদি প্রকৃতির কাছ থেকে এরা ফের নিজেদের উপযুক্ত পরিবেশ ফিরে পায় তাহলে সেখান থেকে এদের ফের বংশবৃ্দ্ধি যথেষ্ট ভাল একটি খবর।
রাতের অন্ধকারে ক্যামেরাতে ধরা দিলেও দিনের বেলা এদেরকে দেখা বিরল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারা রাতের বেলা জঙ্গলের বিশেষ স্থানে ক্যামেরা বসিয়ে ফের একবার এই বিরল ভালুককে ক্যামেরা বন্দি করতে চাইছেন।
