আজকাল ওয়েবডেস্ক: ১৭ বছর পর স্বেচ্ছা নির্বাসন ভেঙে দেশে ফিরলেন বিএনপি নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। বৃহস্পতিবার তাঁকে ঢাকায় স্বাগত জানাতে হাজারো সমর্থকের ঢল নেমে এসেছিল রাস্তায়। বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৬০ বছর বয়সী তারেক আসন্ন বাংলাদেশ নির্বাচনে প্রধানমন্ত্রীর পদের একজন প্রধান প্রতিদ্বন্দ্বী।

লন্ডন থেকে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জেইমা রহমানকে নিয়ে দেশে পা রাখেন তারেক। তাঁকে অভ্যর্থনা জানাতে বিএনপি সমর্থক ও দলীয় নেতারা বনানী এয়ারপোর্ট রোড থেকে পায়ে হেঁটে ঢাকা বিমানবন্দরের দিকে মিছিল করেন। দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুযায়ী, পরিবারের পোষা বিড়াল জিবুও তাঁদের সঙ্গে দেশে ফিরেছে। তারেকের সঙ্গে তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী আবদুর রহমান সানি ও কামাল উদ্দিনও ছিলেন।

বিমানবন্দরে অবতরণের পর বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা তাঁকে অভ্যর্থনা জানান। সেখান থেকে তাঁর জন্য বিশেষভাবে ব্যবস্থা করা দু’টি বুলেটপ্রুফ গাড়ির একটিতে করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকার একটি সংবর্ধনা অনুষ্ঠানে যান। দলের নেতা-কর্মীরা তাঁকে শুভেচ্ছা জানাতে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন।

সমর্থকদের উদ্দেশ্য হাত নাড়ছেন তারেক রহমান। ছবি: বিএনপি-র ফেসবুক পেজ।

সংবর্ধনা অনুষ্ঠানে রহমান উপস্থিত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। বিএনপির বরিষ্ঠ নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত থাকবেন, কিন্তু কেবল রহমানই সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন বলে দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে। বিএনপি এই অনুষ্ঠানে প্রায় ৫০ লক্ষ মানুষের সমাগম হবে বলে আশা করছে।

বক্তৃতা শেষে রেহমান তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন। মায়ের সঙ্গে দেখা করার পর তারেক পরিবার-সহ গুলশান-২-এ অবস্থিত জিয়া পরিবারের বাসভবন ফিরোজায় যাবে। ছাত্রনেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর বাংলাদেশে চলতে হিংসার কারণে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

ঢাকায় এসে পৌঁছেছে তারেক রহমানের পোষ্য বিড়াল জিবু-ও। ছবি: এক্স।

রহমানের লন্ডন থেকে প্রত্যাবর্তন এমন এক সময়ে ঘটছে যখন গত বছর ছাত্র অভ্যুত্থানে জিয়া পরিবারের ঘোর শত্রু, দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বিএনপি-র ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সংক্ষিপ্ত তত্ত্বাবধায়ক সরকারের সময়কাল বাদ দিলে, ১৯৯১ সাল থেকে খালেদা জিয়া ও শেখ হাসিনা পালা করে ক্ষমতায় ছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের একটি সমীক্ষা অনুযায়ী, বিএনপি সর্বাধিক আসন জয়ী হতে পারে এবং ইসলামপন্থী জামায়তে ইসলামী দলও প্রতিদ্বন্দ্বিতায় আছে। হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। দলের সমর্থকেরা অস্থিরতা তৈরির হুমকি দিয়েছে। অনেকেরই আশঙ্কা এর ফলে ভোটগ্রহণ প্রক্রিয়া বিপন্ন করতে পারে।

বিএনপি সূত্রে খবর, রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত উভয় কারণেই রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত। তাঁর মা গত কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ। যার ফলে তাঁকে জরুরি ভিত্তিতে দেশে ফিরতে হয়েছে।