আজকাল ওয়েবডেস্ক: বয়স বাড়লে ঘনঘন প্রস্রাবের সমস্যা বাড়ে। বাইরে ঘুরতে গেলে, কোনও কাজে গেলে যখন-তখন প্রস্রাবের সমস্যা থাকলে, বাড়তি ভোগান্তি পোহাতে হয় অনেককেই। আশেপাশে শৌচালয় না থাকলে, আরই সমস্যা। তাছাড়া শীতের মরশুমে অনেকেই কনসার্ট, নাটক দেখতে যান। এই ধরনের অনুষ্ঠানের মাঝে বারবার শৌচালয়ে যাওয়াও সমস্যার। এবার এই সমস্যা মেটাতেই বাজারে এল প্রাপ্তবয়স্কদের ডায়পার। 

বর্তমানে প্রাপ্তবয়স্কদের এই ডায়পারের চাহিদা রীতিমতো তুঙ্গে। লিকুইড ডেথ নামের ওয়েবসাইটে প্রথমবার প্রাপ্তবয়স্কদের জন্য ডায়পার লঞ্চ করা হয়েছে। 'পিট ডায়পার' লঞ্চ করার একদিনের মধ্যেই নিঃশেষ হয়ে যায়। ফের কবে এটি বাজারে আনা হবে, তা এখনও কোম্পানির তরফে জানানো হয়নি। 

লিকুইড ডেথ কোম্পানির তরফে জানানো হয়েছে, এটি মূলত যাঁরা কনসার্ট, নাটক, সিনেমা দেখতে যান, তাঁদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। কনসার্ট বা থিয়েটার চলাকালীন বারবার শৌচালয়ে যাওয়া সম্ভব হয় না। আবার অনেকেরই ঘনঘন প্রস্রাবের সমস্যা রয়েছে। 'পিট ডায়পার' পরলে এই ধরনের ভোগান্তি আর পোহাতে হবে না। একটি 'পিট ডায়পার'-এর দাম ছ'হাজার টাকা। 

কোম্পানির তরফে আরও জানানো হয়েছে, 'পিট ডায়পার' থেকে দুর্গন্ধ বের হওয়ার সম্ভাবনা নেই। এর মধ্যে প্রস্রাব লিক হয় না। কালো রঙের এই ডায়পারে বেল্টও রয়েছে। কয়েক ঘণ্টা পর্যন্ত নিশ্চিন্তে এটি থাকা যাবে না।