আজকাল ওয়েবডেস্ক: বিশেষভাবে সক্ষম দুই শিশুকে দত্তক নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক সমকামী যুগলের বিরুদ্ধে। এই ঘটনায় দু'জনকেই দোষী সাব্যস্ত করেছে ওয়ালটন কাউন্টি আদালত। ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ওই দম্পতিকে। প্যারোলে মুক্তি পাবেন না তাঁরা। আমেরিকায় জর্জিয়ায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে। দোষী ওই সমকামী দম্পতি হলেন উইলিয়াম জুলক এবং জ্যাকারি জুলক।  তাঁদের বিরুদ্ধে অভিযোগ শুধু ধর্ষণই নয়, নারকীয় অত্যাচারের ভিডিও করে রাখা হত। এমনকি বন্ধুদের দিয়েও অত্যাচার করা হত ওই শিশুদের।

আমেরিকার একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২২ সালে গুগল ড্রাইভে শিশু যৌন নির্যাতনের ভিডিও জমা পরার ঘটনা সামনে আসে। তদন্ত নেমে এক ব্যক্তিকে জেরা করে উইলিয়াম এবং জ্যাকারির খোঁজ পায় পুলিশ। ওই ব্যক্তির কাছে জ্যাকারি গর্ব করে নিজের কুকীর্তির কথা জানিয়েওছিলেন। তদন্তে ওই গুগল ড্রাইভে প্রচুর পরিমাণে শিশু এবং কিশোরের যৌন নির্যাতনের ছবি এবং ভিডিওর হদিশ মেলে। ওই বছরই অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৩৬ বছর বয়সি জ্যাকারি ব্যাঙ্ককর্মী ও ৩৪ বছরের উইলিয়াম সরকারি কর্মচারী। নিজেদের বাড়িতেই যে শিশু দু'টির উপর এরকম ঘৃণ্য অত্যাচার করতেন দু'জনে, তা ঘুণাক্ষরেও টের পাননি প্রতিবেশীরা। নিজের বিকৃত যৌন লালসা চরিতার্থ করতেই এই দম্পতি দুই শিশুকে দত্তক নেন বলে অভিযোগ। যাদের বয়স বর্তমানে ১০ ও ১২। জেরায় ওই দম্পতি স্বীকার করে নেন, ২০১৮ সালে তাঁরা ওই দুই শিশুকে দত্তক নেন। তারপর থেকেই তাঁরা অপরাধে লিপ্ত হন। ২০১১ সালেও শিশু নির্যাতনের অভিযোগ গ্রেফতার করা হয়েছিল জ্যাকারিকে। 

সেই মামলার রায় দিতে গিয়ে বিচারক জানিয়েছেন, নিজেদের বিকৃত যৌন লালসাকে প্রাধান্য দিতে গিয়ে তাঁরা সব কিছু ভুলে গিয়েছেন। আদালত তাঁদের ১০০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।