আজকাল ওয়েবডেস্ক: ক্যালিফোর্নিয়ার ছোট শহর ভিক্টরভিলে সম্প্রতি এক ভয়ঙ্কর ও বিভ্রান্তিকর ঘটনার সাক্ষী হয়েছে, যেখানে একটি টেডি বিয়ারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খেলনাটি এমনভাবে তৈরি করা হয়েছিল, যা দেখে মনে হচ্ছিল যেন তা মানব চামড়া দিয়ে বানানো হয়েছে। বাসস্টপে এ ধরনের একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। পরে জানা যায়, এটি এক ধরনের প্র্যাঙ্ক বা কৌতুক ছিল, যার পেছনে জড়িত ছিল এক স্থানীয় যুবক।

সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে ২৩ বছর বয়সী হেক্টর করোনা ভিলানুয়েভাকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রমাণ রেখে জনগণ ও প্রশাসনকে বিভ্রান্ত করেছে এবং জেনে-বুঝেই এক জরুরি পরিস্থিতির সৃষ্টি করেছে।

শেরিফ দপ্তরের বিবৃতিতে বলা হয়, “এই ধরনের ঘটনা জরুরি পরিষেবা সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ সময় ও সম্পদের অপচয় ঘটায় এবং প্রকৃত বিপদের সময় সাড়া দিতে দেরি হতে পারে। এটি সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।” তারা আরও জানান, “যেসব সচেতন নাগরিক তথ্য দিয়ে তদন্তে সহায়তা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

এই ঘটনাটি ঘটে রবিবার দুপুরের কিছু পরে, Victorville-এর একটি ampm গ্যাস স্টেশন কনভেনিয়েন্স স্টোরের সামনে। প্রত্যক্ষদর্শীরা পুলিশের জরুরি নম্বরে ফোন করে জানান, তারা একটি টেডি বিয়ার দেখতে পেয়েছেন যেটি দেখতে একেবারে ‘মানব চামড়ার তৈরি’ বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: পরকীয়া কী? 'জড়িয়ে' ধরবে কিন্তু 'জড়িয়ে' পড়বে না! বলছে ডিজিটাল প্রজন্ম 

পুলিশ এবং কোরোনার অফিসের তদন্তকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। গ্লাভস পরে একজন তদন্তকারী টেডি বিয়ারটি সংগ্রহ করেন এবং তা একটি প্লাস্টিক ব্যাগে রেখে পরীক্ষার জন্য পাঠান। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, খেলনাটিতে চোখ, কান, নাক, সেলাইয়ের দাগ এবং রক্তের চিহ্ন রয়েছে। সেটি এমনভাবে তৈরি যে, সাধারণ চোখে তা মানবদেহের অংশ বলে ভুল হতেই পারে। তবে পুলিশ নিশ্চিত করে জানায় যে, খেলনাটিতে মানবদেহ বা চামড়ার কোনও উপাদান নেই। এটি সম্পূর্ণরূপে কৃত্রিম উপাদান দিয়ে তৈরি এবং মানব দেহের সঙ্গে কোনও সম্পর্ক নেই।

পরবর্তী তদন্তে উঠে আসে একটি নতুন তথ্য। জানা যায়, ভয়ঙ্কর এই খেলনাটি বানিয়েছেন সাউথ ক্যারোলিনার বিশেষ ইফেক্ট শিল্পী রবার্ট কেলি। তিনি ‘Dark Seed Creations’ নামে একটি প্রতিষ্ঠান চালান, যা ভৌতিক ও বিকৃত শিল্পকর্ম তৈরিতে বিশেষভাবে পরিচিত। কেলি এক ফেসবুক পোস্টে জানান, “বিশ্বাসই হচ্ছে না! আমার তৈরি স্কিন টেডি বিয়ার এমন এক কাণ্ডে জড়িয়ে পড়বে তা কল্পনাও করিনি। এটা একেবারে পাগলামি!”

তিনি আরও জানান, তিনি সম্প্রতি Etsy প্ল্যাটফর্মের মাধ্যমে একটি টেডি বিয়ার Victorville-এর এক ক্রেতার কাছে পাঠিয়েছিলেন। তার দাবি, তিনি জানতেন না ক্রেতা খেলনাটি দিয়ে কী করবেন বা তিনি এমন কিছুর পরিকল্পনা করেছেন। কেলির প্রতিষ্ঠান এখনও একই ধরণের টেডি বিয়ার বিক্রি করছে, যার দাম ১৬৫ ডলার। Dark Seed Creations-এর ফেসবুক পেজে নিজেদের পরিচয় দেওয়া হয়েছে এইভাবে: ‘ভয়ের কারিগর, বিকৃতি ও বিভীষিকার নির্মাতা, ভয়ংকর মুখোশ ও খেলনার স্রষ্টা।’

ভিলানুয়েভা যে Victorville শহরের বাসিন্দা তা নিশ্চিত করেছে পুলিশ, এবং জানিয়েছে যে পুরো বিষয়টির তদন্ত এখনও চলমান। কেসটি শুধু একটি প্র্যাঙ্ক হিসেবে নয়, জননিরাপত্তা ও প্রশাসনিক জবাবদিহিতার দিক থেকেও গুরুত্ব পাচ্ছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন এটি নিছক এক শিল্পকর্মের ভুল ব্যাখ্যা, আবার কেউ একে ভয়াবহ দায়িত্বজ্ঞানহীন কাজ হিসেবে দেখছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।