আজকাল ওয়েবডেস্ক: বড়দিনের রাতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে নয়া আতঙ্ক। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ক্রিসমাস ইভের সময়ই পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে গ্রহাণু ২০২৪ এক্সএন১। জানা গিয়েছে, এটি ১২০ ফুট দৈর্ঘ্যের একটি গ্রহাণু যা পৃথিবী থেকে প্রায় ৪,৪৮০,০০০ মাইল দূর দিয়ে যাবে। পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব তার থেকেও ১৬ গুণ দূর দিয়ে যাবে এই গ্রহাণুটি। ফলে, পৃথিবীর জন্য বড় কোনও বিপদ ডেকে আনবে না এটি। জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী রাত ২:৫৭ নাগাদ ঘণ্টায় প্রায় ১৪,৭৪৩ মাইল গতিতে পৃথিবীকে অতিক্রম করবে গ্রহাণুটি।

 

জানা গিয়েছে, যে গ্রহাণুটি ধেয়ে আসছে সেটি সৌরজগতের গঠনের সময়কার একটি ধ্বংসাবশেষ। অতীতে গ্রহাণুর ধাক্কাতেই বিলুপ্তি ঘটেছিল ডাইনোসর প্রজাতির। তারপর থেকেই যেদিন থেকে প্রযুক্তি এসেছে সেদিন থেকেই ক্রমাগত এই ধরনের মহাজাগতিক গ্রহাণুর গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছেন বিজ্ঞানীরা। মহাকাশ গবেষণা সংস্থা নাসা গ্রহাণু পর্যবেক্ষণের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে। জেট প্রপালশন ল্যাবরেটরি ও রাডার সিস্টেমের মাধ্যমে গ্রহাণুর গতিবিধি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়। যদিও এই গ্রহাণু থেকে পৃথিবার কোনও বিপদ নেই তাও বিজ্ঞানীরা এর গতিপথের দিকে নজর রেখে চলেছেন যতক্ষণ না এটি অতিক্রম করছে পৃথিবীকে।