আজকাল ওয়েবডেস্ক: যুদ্ববিধ্বস্ত সিরিয়া থেকে ৭৫ জন ভারতীয়কে নিরাপদে বার করে আনা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের ৪৪ জন বাসিন্দা। তাঁরা সিরিয়ার সাইদা জানাব অঞ্চলে আটকে পড়েছিলেন। 

সিরিয়ার উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছিল। মঙ্গলবার রাতে মিলল স্বস্তি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ৭৫ জন ভারতীয়কে সিরিয়ার সীমান্ত পার করে লেবাননে নিয়ে যাওয়া হয়েছে। সিরিয়ার রাজধানী দামাস্কাস এবং লেবাননের রাজধানী বেইরুটে থাকা ভারতীয় দূতাবাসের যৌথ তৎপরতায় সিরিয়া থেকে তাঁদের বার করা আনা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। 

সরকারি হিসাবে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জন রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। যাঁরা এখনও সিরিয়াতে আটকে রয়েছেন তাঁদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে মন্ত্রকের তরফ থেকে। প্রয়োজনে +৯৬৩ ৯৯৩৩৮৫৯৭৩ হেল্পলাইন নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে। hoc.damascus@mea.gov.in ইমেলেও যোগাযোগ করা যাবে।

সিরিয়ায় গত ১৩ বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছিল। বিগত কয়েক দিন ধরেই সিরিয়ার একের পর এক এলাকা দখল করতে শুরু করেছিল বিদ্রোহীরা। সিরিয়ার বিদ্রোহী দুই সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী আগ্রাসনে ক্রমশ পিছু হটছিল আসাদের সরকার। রবিবার সকালে রাজধানী দামাস্কাস দখল নেয় বিদ্রোহী গোষ্ঠী। দখল নিয়েই 'স্বাধীন' ঘোষণা করা হয় সিরিয়াকে। তার পরেই সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আপাতত ঠাঁই নিয়েছেন রাশিয়ায়।