আজকাল ওয়েবডেস্ক: এক আকাশে সাত সূর্য! এমন আবার হয় নাকি! এটাই ঘটেছে বাস্তবে। ঘটনাটি চীনের। 


২০২৪ সালের আগস্টে এক ব্যক্তির তোলা ফুটেজটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা গেছে, একটি নয়, সাতটি সূর্য রয়েছে। কিন্তু কীভাবে এটি সম্ভব? পৃথিবী কীভাবে এত তাপ সহ্য করতে সক্ষম হয়?

 

চীনের খবর অনুযায়ী, ভিডিওটিতে চেংডু হাসপাতালের জানালা থেকে ওয়াং নামের এক ব্যক্তি এই ফুটেজটি তুলেছিলেন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ভিডিওটি প্রায় ৮৬ লাখ মানুষ দেখেছেন। 


অনেকেই এটিকে ঐশ্বরিক ঘটনা বা অলৌকিক ঘটনা বলে অভিহিত করেছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি কোনও জ্যোতিবিজ্ঞানের ঘটনা। এটি একটি দৃষ্টিভ্রম। এই প্রভাবটি আলোর প্রতিসরণের ফলে সৃষ্ট। জানা গিয়েছে, এই ভিডিওটি একটি কাচের জানালা দিয়ে তোলা হয়েছিল। 


গবেষকরা জানাচ্ছেন, এই ঘটনাটি ঘটে যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে বরফের স্ফটিকের মধ্য দিয়ে প্রায় ২২ ডিগ্রি কোণে প্রতিসৃত হয়। যার ফলে একাধিক সূর্য দেখতে পাওয়া যায় আকাশে।