আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার ভার্জিনিয়া রাজ্যের চেসাপিক রিজিওনাল মেডিক্যাল সেন্টার (CRMC) এবং তাদের বর্তমান ও দুই প্রাক্তন প্রধান কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগে ৫০০-র বেশি রোগী মামলা দায়ের করেছেন। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলা ও প্রশ্রয়ে এক প্রাক্তন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রায় এক দশক ধরে কয়েকশো মহিলা রোগীর ওপর অপ্রয়োজনীয় ও ক্ষতিকর অস্ত্রোপচার চালিয়ে গেছেন। প্রতিটি অভিযুক্ত পক্ষের বিরুদ্ধে ১ কোটি ডলার করে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

সোমবার চেসাপিক সার্কিট কোর্টে দায়ের হওয়া মামলায় বলা হয়েছে, প্রাক্তন চিকিৎসক ড. জাভেদ পারওয়াইজ চিকিৎসাগত প্রয়োজন ছাড়াই একাধিক স্ত্রীরোগ ও প্রসূতি অস্ত্রোপচার করেন। বহু ক্ষেত্রে রোগীদের না জানিয়েই বা অসম্পূর্ণ সম্মতির ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছে বলে অভিযোগ। ফেডারেল আদালতে প্রমাণিত হয়েছে যে পারওয়াইজ ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে স্বাস্থ্য বিমা সংস্থাগুলিকে প্রতারণা করে ভুয়ো নথির মাধ্যমে অস্ত্রোপচার চালিয়েছিলেন। ২০২০ সালে তিনি স্বাস্থ্য বিমা জালিয়াতি ও ভুয়ো তথ্য প্রদানের ৫২টি অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং বর্তমানে ৫৯ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

মামলায় আরও দাবি করা হয়েছে, কিছু মামলাকারীর  চিকিৎসা অভিজ্ঞতা ১৯৭০-এর দশকের শেষ দিক অবধিও রয়েছে। অভিযোগ অনুযায়ী, পারওয়াইজ চেসাপিক রিজিওনাল মেডিক্যাল সেন্টারে রোগীদের ওপর “অপ্রয়োজনীয় ও অজ্ঞাতসারে” স্ত্রীরোগ ও প্রসূতি অস্ত্রোপচার করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা নেয়নি।

জানা গেছে, ১৯৯০-এর দশকের শেষ দিক থেকেই হাসপাতালের বিভিন্ন চিকিৎসক ও কর্মীরা পারওয়াইজের বিরুদ্ধে উদ্বেগ জানিয়ে আসছিলেন। ১৯৯৬ সালে কর জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ভার্জিনিয়া বোর্ড অব মেডিসিন তাঁর চিকিৎসা লাইসেন্স বাতিল করেছিল। ১৯৯৭ সালে লাইসেন্স পুনর্বহালের শুনানিতে এক স্থানীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ বোর্ডকে জানান, পারওয়াইজের অধিকাংশ অস্ত্রোপচার চিকিৎসাগতভাবে অপ্রয়োজনীয়। সেই সময় হাসপাতাল নেতৃত্বকে লিখিতভাবেও সতর্ক করা হয়েছিল বলে মামলায় উল্লেখ রয়েছে।

২০০৮–০৯ নাগাদ হাসপাতালের নবজাতক পরিচর্যা বিভাগ অভিযোগ তোলে, পারওয়াইজ প্রয়োজন ছাড়াই আগেভাগে সিজারিয়ান ও প্রসবপ্রক্রিয়া শুরু করাচ্ছেন। ২০১৫ সালে এক নার্স ম্যানেজার হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসারকে জানান, পারওয়াইজসহ কয়েকজন চিকিৎসক ভুয়ো নথি দেখিয়ে অস্ত্রোপচার নির্ধারণ করছেন। মামলায় আরও বলা হয়েছে, নার্সরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে পারওয়াইজ রোগীদের সম্মতি ফর্ম পরে পরিবর্তন করে অতিরিক্ত অস্ত্রোপচার করার কথা  যোগ করতেন।

অভিযোগ অনুযায়ী, পারওয়াইজ ইচ্ছাকৃতভাবে ইনপেশেন্ট অস্ত্রোপচারকে আউটপেশেন্ট হিসেবে দেখিয়ে বিমা সংস্থার কঠোর নজরদারি এড়ানোর চেষ্টা করতেন। ২০১৬ সালে হাসপাতালের অভ্যন্তরীণ পরিসংখ্যানে তাঁকে ‘শীর্ষ পারফর্মার’ হিসেবে চিহ্নিত করা হয়। মামলাকারীদের  দাবি, লাভের স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর কর্মকাণ্ড উপেক্ষা করেছে। মামলায় বর্তমান সিইও রিস জ্যাকসন, প্রাক্তন সিইও পিটার বাস্টোন ও উইন ডিক্সনের নাম অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চেসাপিক রিজিওনাল হেলথকেয়ার এক বিবৃতিতে জানিয়েছে, ড. পারওয়াইজ কখনও হাসপাতালের কর্মচারী ছিলেন না এবং তাঁর অপরাধ হাসপাতালের অজান্তেই সংঘটিত হয়েছে। গোপনীয়তা আইনের কারণে তারা বিস্তারিত মন্তব্য করতে পারছে না বলেও জানানো হয়েছে।

এদিকে চেসাপিক রিজিওনাল হেলথকেয়ারের বিরুদ্ধেও ফেডারেল মামলা চলছে। চলতি বছরের জানুয়ারিতে এক ফেডারেল গ্র্যান্ড জুরি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য বিমা জালিয়াতি ও সরকারি কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত করে। ফেডারেল সরকারের দাবি, ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে পারওয়াইজের করা অস্ত্রোপচারের জন্য হাসপাতালটি প্রায় ১ কোটি ৮৫ লক্ষ ডলার বিমা পেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগকে ‘অতিরিক্ত সরকারি হস্তক্ষেপ’ বলে জানিয়েছে।

মামলাকারীরা  ক্ষতিপূরণের পাশাপাশি আঘাতের তারিখ থেকে সুদ, আইনজীবীর খরচ এবং আদালত উপযুক্ত মনে করলে অন্যান্য প্রতিকার দাবি করেছেন।