আজকাল ওয়েবডেস্ক: অন্ধকার ঘনালেই বাড়ে উত্তেজনা। জেলের মধ্যে চরম সুখের টানে ছটফট করে অপরাধীরা। শাস্তির কথা ভুলে, যৌন চাহিদা মেটাতে উন্মুখ হয়ে থাকে। জেলের মহিলা রক্ষীদের সঙ্গেই উদ্দাম যৌনতায় মেতে ওঠে বন্দিরা। শুধু কি তাই! জেলের মধ্যে আরও একাধিক অপরাধের ঘটনা ঘটেই চলে। যা পুলিশ, প্রশাসন কেউই টের পেতেন না কয়েক দশক। অবশেষে সেসব কুকীর্তি ফাঁস হল। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্রিটেনের কয়েক দশকের পুরনো মহিলা জেলরক্ষীদের কেচ্ছা আবারও প্রকাশ্যে। গত চার বছরে ৪০-এর বেশি মহিলা রক্ষীকে চাকরি থেকে বরখাস্ত করেছে প্রশাসন। দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দেওয়ায়, জোর চর্চা সর্বত্র। কয়েক বছরে জেলের মধ্যে অপরাধ সংঘটনের হার আরও তিন গুণ বেড়েছে বলে জানা গেছে। 

জেলবন্দির সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার অভিযোগ প্রমাণিত হতেই ২৬ বছর বয়সি জেলরক্ষী কেটি ইভানসকে ২১ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, চুরির দায়ে দোষী সাব্যস্ত এক অপরাধীকে ১৪০ বার ফোন করে, টাকা অন্য ব্যাঙ্কে পাঠাতেন। 

শুধুমাত্র কেটি নন, আরও একাধিক মহিলা রক্ষী বন্দিদের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন। বন্দিদের পোশাকের বিশেষ জায়গা ছিঁড়ে দিতেন। জেলের মধ্যে ঢুকে নিশ্চুপে যৌনতায় লিপ্ত হয়ে বেরিয়ে যেতেন। একাধিক বন্দি আবার বন্দিদের সঙ্গেও শারীরিক সম্পর্ক স্থাপন করত। সেই সুযোগ করে দিতেন মহিলা রক্ষীরাই। যৌনতার জন্য বন্দিদের থেকে হাজার হাজার টাকা নিতেন রক্ষীরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই ৪০ মহিলা রক্ষীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।