আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীর ৭০ শতাংশ স্থানে রয়েছে জলের রাজত্ব। সেখানে বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে সমুদ্র। তাই সেদিক থেকে দেখতে হলে সাগরের নিচে বহু অজানা বস্তু থাকতেই পারে। তবে তারই মধ্যে এবার অবাক করা বেশ কয়েকটি নতুন তথ্য বিজ্ঞানীদের হাতে এল।


টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সমুদ্রের গভীর থেকে চারটি কালো রঙের ডিম হাতে পেয়েছেন। সাধারণভাবে এই ডিমগুলি কোনও মাছের হতে পারে বলে মনে করা হলেও পরে তাদের হাতে নতুন তথ্য এসেছে। এই ডিমগুলি প্রশান্ত মহাসাগরের তলা থেকে এই চারটি ডিম উদ্ধার করা হয়েছে।


গবেষকরা জানিয়েছে তারা সমুদ্রের নিচের ৬২০০ মিটার নিচ থেকে এই ডিমগুলি তারা পেয়েছেন। অর্থাৎ প্রায় ৩.৮৫ মাইল নিচ থেকে এই ডিমগুলি পাওয়া গিয়েছে। এই ডিমগুলি একেবারে কালো রঙের ফলে এগুলি কোন প্রাণীর তা নিয়ে এবার তৈরি হয়েছে নতুন জল্পনা।


যে স্থান থেকে এই ডিমগুলি পাওয়া গিয়েছে জলের এত নিচে কোনও মাছের ডিম ছাড়া অন্য ডিম পাওয়া সম্ভব নয়। বায়োলজিক্যাল হিসেব থেকে দেখা যায় এই ডিমগুলি থেকে কোনও কিছুই পাওয়া যাবে না। তবে সেখানে ডিমের মধ্যে খানিকটা হলেও প্রাণ পাওয়া গিয়েছে। যেভাবে এই ডিমগুলিকে রাখা ছিল তা দেখে মনে হচ্ছে যেন কেউ এগুলিকে সংরক্ষিত করে রেখে দিয়েছিল।


যদিও যে ডিমগুলি পাওয়া গিয়েছে সেগুলি বেশিরভাগ খালি। তবে তার মধ্যে যে কণা মিলেছে তা থেকে এবার পরীক্ষাগারে দেখছেন গবেষকরা। তারা মনে করছেন এই ডিমগুলি হয়তো এলিয়নরা জলের নিচে রেখে দিয়েছিল। তারা হয়তো মনে করছিল যে জলের এত নিচে তাদের রাখা ডিমগুলি সুরক্ষিত থাকবে। এগুলি দেখে প্রথমে মাছের ডিম বলে মনে হলেও তা থেকে এগুলি অনেকটাই আলাদা বলে মনে করছেন গবেষকরা।


যেখান থেকে এই ডিমগুলি পাওয়া গিয়েছে সেখানকার আশেপাশের পরিবেশ খতিয়ে দেখছেন গবেষকরা। তারা মনে করছেন এই ডিমগুলি কোন পরিবেশ থেকে পাওয়া গিয়েছে তার দিকে জোর দেওয়া হবে। সেখানে যদি এই ডিমগুলির ডিএনএ পরীক্ষা করা যায় তাহলে সেখান থেকে হয়তো নতুন তথ্য সামনে আসবে। তবে এই ডিএনএ পরীক্ষা করাও বেশ জটিল বলেই মনে করছেন গবেষকরা।


কী কারণে ডিমের রং কালো হয় তা নিয়ে আগেও নানা মত রয়েছে। যদি ডিমের মধ্যে সালফারের সংখ্যা বেশি থাকে তাহলে সেটি কালো হতে পারে। সেখান থেকে দেখতে হলে যদি এই কালো ডিম জলের নিচে এত বছর থাকে তাহলে সেখানে এর রং পরিবর্তন হতে বাধ্য। তবে কী কারণ এই ডিমের রং পরিবর্তন হয়নি। তাহলে কী এর বাইরে কোনও প্রলেপ দেওয়া ছিল যেগুলি এই ডিমগুলিকে কালো রং থেকে পরিবর্তন করতে দেয়নি।