আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের গোপন খাতা থেকে বেরিয়ে এল এক কামকাব্যময় বিস্ময়! প্রায় ২০০ বছর আগের এক অপ্রচলিত কন্ডোম, তাও ‘মিন্ট কন্ডিশন’-এ, এখন প্রদর্শিত হচ্ছে আমস্টারডামের বিখ্যাত রিজক্সমিউজিয়ামে। ভাবা যায়? ১৮৩০ সালের এই বিরল নিদর্শনটি তৈরি হয়েছিল ভেড়ার অ্যাপেনডিক্স দিয়ে — আর তাতে আঁকা আছে এক রমণীময় ছবি: এক সন্ন্যাসিনী, পা ছড়িয়ে বসে আছেন, সামনে দাঁড়িয়ে তিনজন ধর্মযাজক, নিজেদের বসন তুলে দাঁড়িয়ে!

রিজক্সমিউজিয়ামের কিউরেটর জয়েস জেলেন জানিয়েছেন, এই প্রাচীন কন্ডোমটি একটি নিলামে কিনে নেন তারা, এবং অবাক কাণ্ড — নিলামে কেবল তারাই বিড করেন! পরে UV লাইটে পরীক্ষা করে দেখা যায়, কন্ডোমটি একেবারে ব্যবহার না করা, অক্ষত। জেলেনের মতে, এটি সম্ভবত ফ্রান্সের কোনও অভিজাত যৌনপল্লীর 'লাক্সারি সুভেনির', এবং গোটা দুনিয়ায় এই ধরনের মাত্র দুটি নিদর্শন আজও টিকে আছে। এর গায়ে ফরাসি ভাষায় লেখা — "Voilà mon choix", অর্থাৎ "এই আমার পছন্দ!"।

প্রদর্শনীর শুরুর পর থেকেই ভিড় উপচে পড়ছে, নানা বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন এই অদ্ভুত কামকাব্যিক ঐতিহাসিক চিহ্ন দেখতে। প্রদর্শনীটি ১৯শ শতকের যৌনতা ও বারবণিতাদের জীবনচর্চা নিয়ে গঠিত, যেখানে রয়েছে আরও অনেক প্রিন্ট, ছবি ও আলোকচিত্র। বিশেষজ্ঞদের মতে, এই প্রিন্টটি রোমান মিথ ‘The Judgement of Paris’-এর এক পরিহাসময় সংস্করণ — যেখানে সৌন্দর্যের প্রতিযোগিতায় দেবীদের বদলে ধর্মযাজক আর সন্ন্যাসিনীর অদ্ভুত ভূমিকা তুলে ধরা হয়েছে।

রিজক্সমিউজিয়াম গর্বের সাথে জানিয়েছে, তাদের ৭,৫০,০০০-রও বেশি প্রিন্টের সংগ্রহে এটিই প্রথম কন্ডোমের উপর প্রিন্ট! ভবিষ্যতে অন্য কোনো মিউজিয়াম চাইলে তারা এটি ধারও দিতে পারে, যদিও এটি ভীষণই সংবেদনশীল বস্তু। প্রদর্শনী চলবে নভেম্বরের শেষ পর্যন্ত। ইতিহাস, ধর্ম আর কামনার এই অদ্ভুত মিশ্রণ দেখতে চাইলে সময় আছে এখনই!