আজকাল ওয়েবডেস্ক: সেনা শাসনে চরম অরাজকতা বাংলাদেশে। শেখ হাসিনার পদত্যাগ এবং তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরেই আওয়ামি লিগ নেতাদের উপর চরম অত্যাচার। বাড়ি ভাঙচুর থেকে নেতাদের পিটিয়ে খুন, নৃশংস হত্যালীলার সাক্ষী থাকল বাংলাদেশ। ঢাকা টাইমস্ সূত্রে খবর, সোমবার থেকে এ পর্যন্ত ২৯ জন আওয়ামি লিগ নেতা ও তাঁদের পরিবারের সদস্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্ততপক্ষে ২০ জন লিগ নেতার দেহ উদ্ধার করা হয়েছে।

সোমবারেই ঢাকায় আওয়ামি লিগ কার্যালয় পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। আরও একাধিক জেলায় আওয়ামি লিগ নেতাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুষ্কৃতীরা। মঙ্গলবার পর্যন্ত ২৯ জন আওয়ামি লিগ নেতার দেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে হাসিনার মন্ত্রিসভার একাধিক মন্ত্রী, সাংসদের খোঁজ শুরু করেছে গোয়েন্দা বিভাগ।

সোমবার হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে একাধিক মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, অর্থমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সমবায়মন্ত্রীও। গতকাল ঢাকা বিমানবন্দর থেকে প্রাক্তন বিদেশমন্ত্রী হাছান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে হাসিনা সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনেইদ আহমেদ পলক।