আজকাল ওয়েবডেস্কঃ সম্প্রতি সৌদি আরবে ২০২৫ সালের হজ সম্পন্ন হয়েছে৷ সেখানে আঠেরো জন পাকিস্তানি তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে দশ জন পুরুষ এবং আটজন মহিলা। তাঁদের মধ্যে বেশিরভাগই বয়স্ক ব্যক্তি। তাঁরা হৃদরোগ ও অন্যান্য শারিরীক সমস্যার কারণে মারা গেছেন। সকল মৃত হজযাত্রীকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ২০২৫ সালে  ১,৬৭৩,২৩০ জন হজযাত্রীর সমাগম ঘটে। বিশ্বের মোট ১৭১টি দেশের নানা প্রান্ত থেকে তাঁরা এসেছিলেন। সৌদি আরবের রেকর্ড অনুসারে এই বছর ১,৬৬,৬৫৪ জন দেশীয় হজযাত্রী হজে অংশগ্রহণ করেছেন। ইতিহাসে এই প্রথম ৮,৭৭,৮৪১ জন পুরুষ এবং ৭,৯৫,৩৮৯ জন মহিলা হজযাত্রী ছিলেন।

গত বছর ৫১.৮° সেলসিয়াস (১২৫° ফারেনহাইট) তাপমাত্রার কারণে ১,৩০১ জন মারা যায়। এরপর সৌদি কর্মকর্তারা নতুন কৌশল প্রয়োগ করেছেন। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তার মধ্যে রয়েছে অন্ধকারাচ্ছন্ন এলাকা। অননুমোদিত হজযাত্রীদের উপর কঠোর নিয়ন্ত্রণ, ভিড় কমান এবং পবিত্র স্থানগুলিতে নিরাপত্তা বৃদ্ধি। হজের সমাপ্তি ইদুল আজহার শুরুর সাথে মিলে যায়। 

হজযাত্রীরা বিমানপথে ১,৪৩৫,০১৭ জন এসেছিলেন। ৬৬,৪৬৫ জন স্থলপথে, আর ৫০৯৪ জন সমুদ্রপথে এসেছিলেন। ২০২৫ সালের হজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ সমস্ত তীর্থ যাত্রীদের নিরাপদ এবং সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করে বেরোতে যথাযথ ভূমিকা পালন করে৷