আজকাল ওয়েবডেস্ক: ফ্রান্সের অত্যন্ত জনপ্রিয় ফেটেস দে লা মিউজিক উৎসব ধীরে ধীরে দেশজুড়ে কনসার্টপ্রেমীর জন্য এক আতঙ্কের সৃষ্টি করেছে। সেই উৎসবে প্রায় ১৪৫ জনকে সিরিঞ্জ দিয়ে আক্রমণ করেছে একদল দুষ্কৃতী।
নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিরিঞ্জে কী ছিল তা এখনও স্পষ্ট নয়। অনেকের ধারণা মজা করার জন্য এরকম কাজ করা হয়েছে। বেশ কয়েকজন সিরিঞ্জ হামলার পর অসুস্থ পড়েছেন। ১৪৫ জনের মধ্যে অনেক নাবালিকাও আছে।
মেয়র ফ্রাঁসোয়া গ্রোসডিডির জানিয়েছে, উত্তর-পূর্ব ফ্রান্সের মেটজের রুয়ে ডু প্যালাইসে রাত সওয়া ৯টা নাগাদ প্রথম হামলার খবর পুলিশের কাছে আসে। তিনি আরও জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িত এক সন্দেহভাজন সম্পর্কে তথ্য পেয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে।
একটি বিবৃতিতে তিনি আরও বলেন, "পুলিশ রু সার্পেনোয়েসে শনাক্ত করে গ্রেপ্তার করেছে। জাতীয় পুলিশ এবং বিচার বিভাগের কাছে তাঁকে তুলে দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "আমি আশা করি তদন্তের মাধ্যমে অন্যান্য আক্রমণকারীদের শনাক্ত করা সম্ভব হবে।"
আক্রমণগুলি কোনও গোষ্ঠীর দ্বারা করে হয়েছিল কি না বা সিরিঞ্জ হামলাকারীদের সঠিক উদ্দেশ্য কী ছিল সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তবে উদ্বেগজনক ঘটনাটি ফরাসি রাজধানীকে নাড়িয়ে দিয়েছে।
