আজকাল ওয়েবডেস্ক: ১১ বছরের বালিকার হাতে কোটি কোটি টাকা। না, সে কোনও লটারি জেতেনি। বরং একটি মামলার শুনানির পর কোটিপতি হল সে। আড়াই কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ পাবে সে। এত টাকা হাতে পেলেও শোকে সে মুহ্যমান। কারণ, প্রিয়জনকে হারানোর পরেই কোটিপতি হল সে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। ২০২২ সালে বালিকার পোষা ছাগলকে হত্যা করেছিল পুলিশ। এরপর ছাগলটিকে কয়েক টুকরো করে কেটেছিল তারা। এরপরই বালিকার মা মামলা দায়ের করেন। সেই মামলায় বালিককে আড়াই কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত।
বালিকার মা জানিয়েছেন, ছাগলটিকে 'সিডার' বলে ডাকত বালিকা। নিলামে বিক্রি করে দেওয়ার কথা ছিল। সে কারণেই ছাগলটিকে আরও যত্ন করতে শুরু করে বালিকা। কিন্তু দিন কয়েকের মধ্যে মায়া জন্মায়। তখনই ছাগলটিকে নিলামে না পাঠানোর তোড়জোড় শুরু করে সে। একাধিকবার পুলিশ এবং আধিকারিকদের অনুরোধ করা হয়, 'সিডার'কে যেন নিলামে না পাঠানো হয়। কিন্তু সেই আবেদনে সাড়া মেলেনি।
'সিডার'কে দূরে একটি গ্রামে লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে তাকে খুঁজে বের করে পুলিশ। নিলামে বিক্রি করার পরিবর্তে ছাগলটিকে হত্যা করে তারা। পোষ্যের এমন পরিণতিতে মানসিকভাবে ভেঙে পড়ে সে। দুইবছর আগে ছাগল হত্যার ঘটনায় মামলা দায়েরে করেন বালিকার মা। সেই মামলায় আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ পাবে বালিকা।
