আজকাল ওয়েবডেস্ক: ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়াল। ভারতের জনপ্রিয় গায়কের মৃত্যুর ঘটনায় শুক্রবার এক বিবৃতি জারি করা হয়েছে সিঙ্গাপুর পুলিশের তরফে। সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়া জল্পনা ও ভুয়ো তথ্য নিয়ে তারা যথেষ্ট সচেতন রয়েছে।
অন্যদিকে, এই ঘটনায় গায়কের ব্যান্ডের দুই সদস্যকে শুক্রবার বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সিঙ্গাপুর পুলিশ ফোর্সের জারি করা ওই বিবৃতিতে জানানো হয়েছে, জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় ২০২১০ সালের করোনার্স অ্যাক্টের আওতায় তদন্ত করা হচ্ছে।
তবে প্রাথমিক তদন্তে কোনও অপরাধমূলক কর্মকাণ্ড বা ‘ফাউল প্লে’-এর ইঙ্গিত মেলেনি। পুলিশ জানিয়েছে, গোটা তদন্তের প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও প্রায় তিন মাস সময় লাগতে পারে।
তদন্ত শেষ হলে সেই রিপোর্ট স্টেট কোরোনারের কাছে জমা দেওয়া হবে, যিনি পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন করোনারস ইনকোয়্যারি (Coroner’s Inquiry) হবে কি না। এই তদন্ত মূলত একটি তথ্যনির্ভর বিচারবিভাগীয় অনুসন্ধান প্রক্রিয়া, যার মাধ্যমে মৃত্যুর কারণ ও পরিস্থিতি নির্ধারণ করা হয়ে থাকে।
সিঙ্গাপুর পুলিশের তরফে আরও জানানো হয়েছে, গায়কের মৃত্যুর ঘটনায় তদন্ত জারি রেখেছে তাঁরা। ভারতের অনুরোধে জুবিন গর্গের অটোপসি রিপোর্ট ও প্রাথমিক তদন্তের ফলাফল ভারতের হাইকমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এখনও তদন্ত চলার কারণে গোটা প্রক্রিয়ায় আরও কিছুটা সময় লাগবে।
পুলিশের তরফে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে কেউ যেন যাচাই না করা তথ্য প্রচার না করেন। অন্যদিকে, অসমে কামরূপের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় তাঁরই ব্যান্ডের দুই সদস্যকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।
জুবিনের ব্যান্ডের দুই সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্ত গত ১৮ দিন পুলিশি হেফাজত ছিলেন। এদিন তাঁদের মেয়াদ শেষ হলে ফের দু’জনকে আদালতে তোলা হয়। কামরূপের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।
তবে তাঁদের কোন জেলে রাখা হবে, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে প্রশাসন। কারণ, গত বুধবার বাকসা জেলা কারাগারের বাইরে বিক্ষোভের ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। ওই জেলে আরও পাঁচজন অভিযুক্তকে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। সেই ঘটনার তদন্তে গঠন করা হয় সিট। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকলকেই বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, এই ঘটনার সমুদ্র থেকেই গায়ককে উদ্ধার করেছিল সিঙ্গাপুর পুলিশ। এরপর জুবিনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা যায়, সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক।
সেদিনই পারফর্ম করার কথা ছিল তাঁর। সূত্রের খবর, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এর আগে গত মে মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জুবিন। সুস্থ হয়ে ফিরেও এসেছিলেন। কিন্তু কে জানত, কয়েক মাসের মধ্যেই আকস্মিক দুর্ঘটনা কেড়ে নেবে জুবিনের প্রাণ।
