আজকাল ওয়েবডেস্ক: রেস্তোরাঁয় বসে পছন্দের খাবার খাচ্ছিলেন তরুণ। তখনই দরদর করে ঘামতে শুরু করেন। শরীরেও সামান্য অস্বস্তি অনুভূত হচ্ছিল। খাওয়া শেষ করে বিল মেটানোর সময়েই ঘটল বিপত্তি। বিল মেটানোর জায়গায় দাঁড়িয়ে আচমকা মেঝেতে লুটিয়ে পড়লেন। কিছুক্ষণেই মৃত্যু ২৭ বছরের তরুণের। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাজসমন্দ এলাকায়। মৃত যুবকের নাম, সচিন গারু। তিনি রাজসমন্দ পুরসভায় সাফাইকর্মী হিসেবে কাজ করতেন। পয়লা মার্চ ওই এলাকারই একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। খাওয়ার পর বিল মেটানোর সময় মালিকের সামনেই লুটিয়ে পড়েন। ছুটে আসেন রেস্তোরাঁর কর্মীরা। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

 

ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তরুণের। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে রেস্তোরাঁয় এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, তরুণ বিল মেটানোর সময় মৌরি তুলে খান সচিন। পকেট থেকে টাকা বের করার সময় লুটিয়ে পড়ে যান মালিকের পাশেই। রেস্তোরাঁয় বসে যাঁরা খাচ্ছিলেন, এমনকী কর্মীরা দৌড়ে এসে তাঁকে উদ্ধার করেন। কিন্তু শেষরক্ষা হয়নি।