আজকাল ওয়েবডেস্কঃ দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডিটিসি) বাসের সামনে বিপজ্জনক এক ঘটনা ঘটে । স্টান্ট করা এক বাইক আরোহীকে ট্র্যাপ করা হয়েছে। ব্যাপারটা বুধবার পুলিশসূত্রে জানা গেছে ।  ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দ্রুত ভাইরাল হয়৷ দেখা যায়, পূর্ব দিল্লির যমুনা বিহার অভিমুখে ২৫৩ নম্বর ডিটিসি বাসের সামনে একজন ব্যক্তি বেপরোয়াভাবে রয়্যাল এনফিল্ড বুলেট চালাচ্ছে। তার হেলমেট নেই ।  বাইকারকে বাসের সামনে বিপজ্জনকভাবে দাঁড়াতে দেখা যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে বাসের পথ আটকে দিচ্ছে সে। চালককে ওভারটেক করতে বাধা দিচ্ছে।

দিল্লি পুলিশের বক্তব্য, 'ব্যস্ত রাস্তায় বেপরোয়া গাড়ি চালিয়ে বাইক চালক কেবল নিজের জীবনই নয়, বরং রাস্তা ব্যবহারকারীদের জীবনও বিপন্ন করছিলেন।'

ডিটিসি কন্ট্রোল রুমের সঙ্গে ঘটনার বিস্তারিত তথ্য পুলিশ যাচাই করেছে।  জড়িত বাসটিকে সনাক্ত করাও হয়েছে।। ভাইরাল ভিডিও এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে বাইকের  নম্বর সনাক্ত করা হয়। তদন্তকারীরা আবিষ্কার করেছেন,  দুই চাকার গাড়িটি ১৩ বছরেরও বেশি আগে বিক্রি হয়েছিল। মালিকানা হস্তান্তরের তারিখ কখনও সরকারী রেকর্ডে আপডেট করা হয়নি। এরপর পুলিশ নিবন্ধিত মালিকের সাথে যোগাযোগ করে। তিনি তদন্তে সহযোগিতা করেন। বাইকটির বর্তমান মালিককে খুঁজে পেতে তাদের সহায়তা করেন।
পুলিশ জানিয়েছে, ১৫ বছরেরও বেশি পুরনো বাইকটি অবশেষে নিয়ম মেনে একটি নিবন্ধিত স্ক্র্যাপারের কাছে হস্তান্তর করা হয়েছে। 'আরোহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে', বিবৃতিতে এমন জানানো হয়েছে।