আজকাল ওয়েবডেস্ক : রাখী বন্ধন উৎসব গোটা দেশে পালিত হয়। একে অপরের হাতে রাখী পরিয়ে সবাই এক থাকার বার্তা দেয়। এই উৎসব এখন আর ভাই বোনের মধ্যে সীমিত নেই। এর মধ্যে উত্তরপ্রদেশে এক অভিনব উদ্যোগ নেওয়া হল। সেখানে গাছকে রাখী পরিয়ে দিলেন মহিলারা। দিলেন মিষ্টি।
রাখী উৎসব সোমবার। তার আগের দিন রবিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এই উদ্যোগ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। একটি হোয়াটস্যাপ গ্রুপ এই কাজ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে।
যারা এই কাজ করেছে তারা জানিয়েছে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে গাছের গুরুত্ব সবথেকে বেশি। তাই গাছকে রাখী পরিয়ে আমরা সেই দায়িত্ব পালন করছি। এখানেই শেষ নয় পরিবেশ রক্ষা করতে ১ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে।
এদিন সকালে গাছকে টিকা দিয়ে রাখী পরানো হয়। এরপর গাছের গোড়ায় জল এবং সার দেওয়া হয়। যেসব মহিলা এই কাজ করেন তারা বলেন, এমন একটি কাজ করতে পেরে নিজের ভাল লাগছে। গাছ না বাঁচলে সভ্যতা শেষ হয়ে যাবে। তাই সবার উচিত এমন একটি কাজকে এগিয়ে নিয়ে যাওয়া।
