আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো বোমা হুমকির বিরুদ্ধে চেন্নাই-এর এক ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হয়। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ঘটল বিপত্তি৷ প্রেমিকের নামের আইডি দিয়ে গুজরাট জুড়ে ২১টি হুমকিমূলক ইমেল পাঠিয়েছিলেন তিনি। অভিযুক্তের নাম রেনে জোশিলদা। চেন্নাইয়ের এক বহুজাতিক সংস্থার সিনিয়র কনসালট্যান্ট।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রেনে জোশিলদা দিভিজ প্রভাকরের প্রেমে পড়েছিলেন। দিভিজ এই বছরের শুরুতেই অন্য একজন মহিলাকে বিয়ে করেন। এই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে, তিনি তাঁর প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করেন। ভয় এবং ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার প্রচারণা শুরু করেন। তদন্তকারী মারফত, রেনে জোশিলদা ভুয়ো ইমেল আইডি, ভিপিএন, ভার্চুয়াল নম্বর এবং ডার্ক ওয়েব ব্যবহার করে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, বিজে মেডিকেল কলেজ এবং আহমেদাবাদের একাধিক স্কুল সহ গুরুত্বপূর্ণ পাবলিক সাইটগুলিতে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে মিথ্যে ইমেল পাঠান। ঘৃণা ও প্রতিশোধ থেকেই এই কান্ড বলে জানিয়েছে পুলিশ৷
৩ জুন আহমেদাবাদের সারখেজ থানায় একটি এফআইআর দায়ের করা হলে মামলাটি শুরু হয়। একটি স্কুল হুমকিমূলক মেইল পায়। পরে আরও ইমেল প্রকাশিত হয়। যেখানে দাবি করা হয় যে বিভিন্ন প্রতিষ্ঠানে বোমা রাখা হয়েছে। রেনে জোশিলদা মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান, তামিলনাড়ু এবং কেরালা সহ ১২টি রাজ্যে ভিআইপি পরিদর্শন এবং ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে মিলে ইমেলগুলি সাজিয়েছিলেন। তদন্তকারীরা বলছেন উন্নত সরঞ্জাম ব্যবহার করা সত্ত্বেও, একটি ছোট প্রযুক্তিগত ত্রুটির কারণে তাঁকে শনাক্ত করা যায়।
তাঁকে ট্র্যাক করে পুলিশ তাঁর চেন্নাইয়ের বাড়িতে গিয়ে হাতেনাতে ধরে৷ তাঁর উল্লেখযোগ্য ডিজিটাল এবং কাগজের প্রমাণ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে রেনে পুলিশের আওতায়৷ এই ঘটনার সঙ্গে জড়িয়ে সমস্ত দিক পর্যবেক্ষণ করে দেখছে পুলিশ৷
