আজকাল ওয়েবডেস্ক: একই ঘর থেকে উদ্ধার মা ও খুদে কন্যাসন্তানের নিথর দেহ। স্বামীর অভিযোগ পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দেহ উদ্ধারের পরে ফাঁস হাড়হিম হত্যাকাণ্ড। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা কাম্বলে। ২৩ এপ্রিল ঘানসোলি এলাকায় একটি ফ্ল্যাটে ২৩ বছরের প্রিয়াঙ্কার এবং তাঁর ছ'বছরের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়। দেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। সেই রিপোর্টেই ফাঁস হয়, কন্যাসন্তানকে খুন করেছিলেন প্রিয়াঙ্কা। 

 

পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটে ঢুকেই স্ত্রী, কন্যাসন্তানের মৃতদেহ দেখতে পান স্বামী। তড়িঘড়ি পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন প্রিয়াঙ্কা। ঘরের সিলিং ফ্যান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সেই ঘরেই ছিল ছ'বছরের কন্যাসন্তানের নিথর দেহ। ময়নাতদন্তে জানা গেছে, কন্যাসন্তানের গলা টিপে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। 

 

মৃত তরুণীর স্বামী পুলিশকে জানিয়েছেন, উচ্চ রক্তচাপ ছিল প্রিয়াঙ্কার। অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরেই। অত্যধিক স্ট্রেস এবং হতাশায় ভুগতেন। সম্ভবত হতাশা থেকেই চরম পদক্ষেপ নিয়েছেন তিনি।