আজকাল ওয়েবডেস্ক: বিয়ের দুই সপ্তাহের মধ্যে ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী সোনম রঘুবংশী। সেই ঘটনায় তোলপাড় গোটা দেশ। এর মধ্যে আরও একটি হত্যাকাণ্ডে শিউরে উঠলেন সাধারণ মানুষ। এবারেও বিয়ের ১৫ দিন পর স্বামীকে নৃশংসভাবে খুন করলেন সদ্য বিবাহিতা স্ত্রী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এবার ঘটনাস্থল মহারাষ্ট্রের সিঙ্গলি জেলা। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম, অনিল লোখান্ডে। ৫৩ বছরের ব্যক্তি দিন ১৫ আগে ২৭ বছরের তরুণী রাধিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনিলের এটি দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম স্ত্রী ক্যানসারে মারা যান। দ্বিতীয় বিয়ের পরেই মর্মান্তিক পরিণতি হল তাঁর।
পুলিশ জানিয়েছে, বিয়ের পরেই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য জোরাজুরি করতেন অনিল। তাতেই অতিষ্ঠ হয়ে ওঠেন রাধিকা। বয়সে দ্বিগুণ বড় অনিলের যৌনতার দাবিদাওয়া নিয়ে প্রায়ই অশান্তি হত। বিয়ের ঠিক ১৫ দিন পর রাগের মাথায় চরম পদক্ষেপ করলেন রাধিকা। ধারালো কুড়ুল দিয়ে স্বামীকে কুপিয়ে খুন করেন তিনি।
বুধবার গভীর রাতে রাধিকার পাশেই শুয়েছিলেন অনিল। সেসময়েই কুড়ুল দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেন। হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে তারা।
