আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের কাছে এক ছোট্ট গ্রামে আত্মঘাতী এক পরিবারের চার সদস্য। শনিবার সকালে তিন কন্যাসন্তান ও মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গণ আত্মহত্যার ঘটনায় শোরগোল গোটা গ্রামে‌। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভিওয়ান্দির ফেনে গ্রামে। পুলিশ জানিয়েছে, শুক্রবার বাড়ি থেকে দুপুরেই বেরিয়ে গিয়েছিলেন লালজি নামের এক ব্যক্তি। সেদিন তাঁর নাইট ডিউটি ছিল। শনিবার সকাল ৯টা নাগাদ বাড়ি ফেরেন। দরজায় বারবার ধাক্কা দিলেও, কারও কোনও সাড়াশব্দ পাননি। অবশেষে খোলা জানলা দিয়ে উঁকি দিতেই তিনি আঁতকে ওঠেন। সেখান থেকেই স্ত্রী ও কন্যাসন্তানদের ঝুলন্ত দেহ তিনি দেখতে পান। 

 

তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘর থেকে ৩২ বছরের পুনিতা এবং তাঁর ১২, ৭, ৪ বছরের কন্যাসন্তানের দেহ উদ্ধার করেছে পুলিশ। একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানে মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলেই লেখা ছিল। পাশাপাশি আরও যা লেখা ছিল, তা থেকে তদন্তকারীদের অনুমান, কোনও আচার পালন করছিলেন তাঁরা‌। সেই আচার পালন করতে গিয়েই দুর্ঘটনাবশত সকলের মৃত্যু হয়েছে। 

 

মুম্বইয়ের ওই ঘটনায় ফিরল ২০১৮ সালের দিল্লির বুরারি কাণ্ডের স্মৃতি। বুরারি এলাকায় এক পরিবারের ১১ জনের ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। সকলের চোখ, হাত, পা বাঁধা ছিল।