আজকাল ওয়েবডেস্ক: প্রথম চাকরিতে প্রথম উপার্জন ছিল মাত্র একশো টাকা। কয়েক বছরের মধ্যে কোটি কোটি টাকা উপার্জন করেন বাঙালি তরুণী। শুধুমাত্র বুদ্ধিমত্তা এবং কাজের আগ্রহ নিয়ে পথচলা শুরু হয় তাঁর। এখন বছরে কোটি টাকা উপার্জন করেন সহেলি চ্যাটার্জি। কীভাবে? 

সহেলির পথচলা শুরু হয়েছিল কনটেন্ট রাইটার হিসেবে। ফ্রিল্যান্সিং করে মাত্র ১১০ টাকা উপার্জন করেছিলেন। এক বছরের মধ্যে পেশা বদলে ফেলেন সহেলি। শুরু হয় সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে পথচলা। সোশ্যাল মিডিয়ায় ছোট-বড় বিভিন্ন কোম্পানি, ব্র্যান্ডের অর্গানিক রিচে সাহায্য করেন তিনি। এর পাশাপাশি নিজস্ব কোম্পানিও খোলেন। দু'তরফ থেকে আয় পৌঁছে যায় কোটি টাকায়। 

২০১৭ সালে কনটেন্ট রাইটার হিসেবে ২০ হাজার টাকা উপার্জন করেছিলেন। ২০১৯ সালে কনটেন্ট রাইটিং থেকে মার্কেটিংয়ে চলে আসেন সহেলি। সেবছর তাঁর উপার্জন ছিল সাত লক্ষ টাকা। ২০২০ সালে করোনাকালে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিংয়ের কাজে আরও জোর দেন। সেবছর তাঁর আয় হয়েছিল ১৫ লক্ষ টাকা। ২০২৩ সালে উপার্জন বেড়ে দাঁড়ায় ৭৫ লক্ষ টাকা। বর্তমানে তিনি ১ কোটি ৬৮ লক্ষ টাকার সম্পত্তির মালিক। আইআইটি, আইআইএম থেকে পাশ করেননি সহেলি। শুধুমাত্র পছন্দের কাজেই মনোনিবেশ করেন। তাতেই কয়েক বছরের মধ্যে কোটি টাকার সম্পত্তির মালিক হন বাঙালি তরুণী।