আজকাল ওয়েবডেস্ক:  বিমানের খাবারে কৃমি। ক্ষমা চাইলেন বেসরকারি বিমান কর্তৃপক্ষ। দিল্লি-মুম্বই একটি বিমানের খাবার থেকে কৃমি থাকার অভিযোগ করেছিলেন এক মহিলা। ওই মহিলা বিষয়টি নিজের স্যোশাল মিডিয়াতে শেয়ারও করেছিলেন। সেখানে তিনি লেখেন, বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। খাবারের গুণমান একেবারেই সঠিক নয়। কিন্তু তারপরও সেই খাবার প্রতিটি যাত্রীকে দেওয়া হয়েছে। প্রতিটি যাত্রীরই অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে প্রতিটি যাত্রীর খাবার নিয়ে বিমান কর্তৃপক্ষের সতর্ক হওয়া উচিত সেখানে কিভাবে এই ধরণের একটি ঘটনা ঘটে ? এরপরই বিমান কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছে। তাঁরা জানিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।