আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশে সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি গাড়ি হোটেলের কাঁচের দরজায় আচমকা ধাক্কা মেরে সেটিকে মুহূর্তের মধ্যে চূর্ণবিচূর্ণ করে ফেলছে। আর এই ঘটনায় আশেপাশের লোকজন আতঙ্কে ছুটে পালাচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বেরেলির হোটেল র্যামাদায়। ঘটনা ঘিরে শোরগোল।
সূত্রে জানা গিয়েছে, একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে জানান, 'বেরেলিতেএকজন মহিলা আইনজীবী গাড়ি রিভার্স করতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর হোটেল র্যামাদার মেন দরজায় ধাক্কা মারেন এবং গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়েন। ঘটনার জেরে দরজার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মানুষ প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটে।' সিসিটিভি ফুটেজ সামনে আসতেই দেখা গিয়েছে।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ঘটনাটি ঘটে ২৫ জুলাই রাত প্রায় ১১টা নাগাদ। ফুটেজে আরও দেখা গিয়েছে, বেশ কয়েকজন ব্যক্তি হোটেলের সামনে দাঁড়িয়ে ছিলেন। এরপর একটি এসিউভি (SUV গাড়ি রিভার্স করতে গিয়ে আচমকা নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে গিয়ে সোজা কাঁচের দরজায় ধাক্কা মারে গাড়িটি।
ধাক্কার সঙ্গে সঙ্গে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এবং উপস্থিত মানুষজন আতঙ্কে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। এসিউভি-টি হোটেলের লবির মধ্যে গিয়ে থেমে যায়।
আরও পড়ুনঃ 'এত তাড়াহুড়ো কেন দিদি?' কুম্ভে গঙ্গায় তরুণীর কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খেলেন নেটিজেনরা...
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণহীন গাড়িটি শেষমেষ হোটেলের রিসেপশন কাউন্টারের সামনে গিয়ে থেমে যায়। খবর অনুযায়ী গাড়ির চালক একজন মহিলা আইনজীবী ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, কীভাবে একটি বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গিয়েছে।
ভিডিওটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন মন্তব্য করে বলেন, ' ঘটনাস্থল থেকে আরেকটা গাড়ি ধীরে ধীরে বেরিয়ে গেল কেন? তার সামনের দিকেই তো ভয়াবহ ধাক্কা খাওয়া দেখা যাচ্ছে, সে দাঁড়িয়ে দেখল না?' আরেকজন লেখেন, 'এই ধরণের পরিস্থিতিতে আমি পড়লে কী করতাম বুঝে উঠতে পারছিনা।' কেও আবার মন্তব্য করেছেন, ' এমন মানসিকতা পরিত্যাগ করা উচিৎ। যেখানে চোখের সামনে এমন ভয়াবহ ঘটনা ঘটে চলেছে, অথচ তাঁকে সাহায্য করার বদলে একজন তাঁর কেক বাঁচাতে ব্যস্ত, আরেকজন গাড়ি নিয়ে বেরিয়ে গেল সাহায্য না করে।'
ঘটনার জেরে আরও একজন লিখেছেন, 'রিভার্স গিয়ার চালানো সত্যিই কঠিন।' অন্য একজন আবার ব্যঙ্গ করে মন্তব্য করেন, 'ভারতে ড্রাইভিং টেস্ট আরও কঠিন হওয়া উচিৎ, যেমনটা পশ্চিমা দেশগুলোতে হয়।'
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, এই ভয়াবহ ঘটনার পর বারাদারী থানার ইন্সপেক্টর ধনঞ্জয় পান্ডে হোটেল পরিদর্শণ করতে আসেন। তবে খবর অনুযায়ী, এই বিষয়ে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
আরও পড়ুনঃ ইনিই ভারতের 'সবচেয়ে দরিদ্র মানুষ', মধ্যপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা, সত্য জানলে ভিরমি খাবেন
বর্তমানে হোটেল কর্তৃপক্ষ এবং গাড়িচালকের পরিবারের সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা হয় বলে সূত্রে জানা গিয়েছে৷
