আজকাল ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে অদ্ভুত আওয়াজ। বিশেষত ঘুমিয়ে পড়ার পরেই ঘরের মধ্যে অদ্ভুতুড়ে কাণ্ড ঘটে। কখনও ফিসফিস শব্দ। কখনও বা কেউ হেঁটে যাচ্ছেন, তার আওয়াজ। রাতেরবেলায় ঘরে কে ঢুকছে? জানতেই সিসিটিভি বসিয়েছিল নবদম্পতি। তাতেই ধরা পড়ল আসল ঘটনা। যা দেখেই আতঙ্কে শিউরে উঠলেন স্বামী-স্ত্রী। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কলকাতায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সিসি ক্যামেরার সেই ফুটেজ। জানা গেছে, কয়েক মাস আগে দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারপর থেকেই তাঁদের শোয়ার ঘরে রাতের অন্ধকারে অদ্ভুত আওয়াজ শুনতে পান। প্রথমে তরুণীর সন্দেহ হয়, সম্ভবত এটি ভুতুড়ে কাণ্ড। সেই ভয়েই ঘরে সিসি ক্যামেরা বসান। 

সিসি ক্যামেরায় দেখা যায়, নবদম্পতি ঘুমিয়ে পড়ার পরেই তাঁদের ঘরে চুপিচুপি ঢোকেন তাঁর শাশুড়ি। ঘরে ঢুকে সবকিছু পরীক্ষা করেন। তারপর নববধূর সামনে গিয়ে কটুক্তি করে ঘর থেকে বেরিয়ে যান। শাশুড়ির কীর্তি দেখে আঁতকে ওঠে দম্পতি। নজরদারি চালাতে নিত্যদিন শাশুড়ি যা করেন, তা দেখেই বিরক্তি প্রকাশ করেন দু'জনে। অবশেষে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। 

প্রসঙ্গত, ২০২২ সালে এমনই একটি ঘটনা তোলপাড় ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। সেসময় এক তরুণী জানিয়েছিলেন, তাঁর শোয়ার ঘরে সিসি ক্যামেরা বসিয়েছিলেন শাশুড়ি। তাঁর ছেলের সঠিক যত্ন নিচ্ছেন কি না, তা দেখার জন্যেই সিসি ক্যামেরা বসিয়েছিলেন।